উইন্ডোজ ৯ আসছে ৩০ সেপ্টেম্বর?

এবছর সেপ্টেম্বর নাগাদ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন ‘উইন্ডোজ ৯’ প্রকাশ করবে মাইক্রোসফট– নিজস্ব সূত্রের বরাত দিয়ে এমনটিই জানাচ্ছে বিভিন্ন প্রযুক্তি সংবাদমাধ্যম। দি ভার্জ লিখছে, ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য মাইক্রোসফটের এক বিশেষ প্রেস ইভেন্টে নতুন প্রজন্মের এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম সবার সামনে তুলে ধরবে রেডমন্ড। এটি হবে উইন্ডোজ ৯ এর পরীক্ষামূলক ভার্সন যার কোডনেম দেয়া হয়েছে ‘থ্রেশোল্ড’।

অপরদিকে জেডডিনেট বলছে, ৩০ সেপ্টেম্বর না হলেও অক্টোবরের শুরুর দিকে নতুন এই উইন্ডোজ ওএস উন্মোচন করবে মাইক্রোসফট।

উইন্ডোজ ৯ এর মাধ্যমে উইন্ডোজ ৮ সিরিজে সম্মুখীন হওয়া সমালোচনার জবাব দিতে চায় রেডমন্ড। এতে স্টার্ট মেন্যু ফিরিয়ে আনা হবে এবং মডার্ন (মেট্রো) ইউজার ইন্টারফেসে আরও উন্নয়ন আসবে। এছাড়া উইন্ডোজ নাইন’এ মেট্রো অ্যাপস এবং সচরাচর উইন্ডোজ ডেস্কটপ এপ্লিকেশন পাশাপাশি চলবে বলেই শোনা যাচ্ছে।

উইন্ডোজ ৮ এর অ-জনপ্রিয় ফিচার ‘চার্ম মেন্যু’র বিদায়ঘন্টা বেজে যেতে পারে উইন্ডোজ ৯ এ। আর নতুন এই উইন্ডোজে মাইক্রোসফটের বহুল আলোচিত ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ‘করটানা’ বিল্ট-ইন থাকার সম্ভাবনা রয়েছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *