টানা ১ মাস চার্জ থাকবে নকিয়ার নতুন এই ফোনে!

এইচএমডি গ্লোবাল নকিয়া ব্র্যান্ডের আরও দুইটি নতুন ফিচার ফোন লঞ্চ করেছে। পুরোনো মডেলের দুইটি ফোন আবার রিফ্রেশড ভার্সনে নিয়ে এসেছে নকিয়া।

২০১৬ সালে নকিয়া ১৫০ এর রিফ্রেশড ভার্সন এর ঘোষণা দেয় মাইক্রোসফট, এরপর আবার ২০২০ সালে নতুন ডিজাইন আনা হয় এই মডেলে। সি-সিরিজের ফোনগুলোর মত আগেরকার নকিয়ার ডিজাইন করা ফিচার ফোনের বৈশিষ্ট্য রয়েছে এই নতুন ফোনে।

১৪৫০ মিলিএম্প এর ব্যাটারি রয়েছে ফোনটিতে যা এটিকে কয়েকদিন একটানা চালাতে সাহায্য করবে। এছাড়া রেডিও ও এমপি৩ প্লেয়ারও রয়েছে ফোনটিতে। হেডফোন বা বিল্ট-ইন স্পিকার ব্যবহার করা যাবে অডিও আউটপুট হিসেবে। আবার ডিভাইসটিতে মাইক্রোএসডি কার্ড সাপোর্টও রয়েছে। ফোনের ব্যাকে এলইডিসহ ০.৩মেগাপিক্সেল ভিজিএ ক্যামেরা রয়েছে। 

বড়সড় ঘোষণার মাধ্যমে ফোনটি লঞ্চ না করায় এই ফোনের দাম সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। ব্ল্যাক কালারের পাশাপাশি সায়ান ও রেড কালারে ফোনটি পাওয়া যাবে। নকিয়া ১৫০ (২০২৩) এর স্পেসিফিকেশন নিম্নরুপ:

  • সাইজ: ১৩০.৯৫ x ৫০.৬ x ১৫.১৫ মি.মি.
  • ওজন: ১০৬.৩ গ্রাম
  • ডিসপ্লে: ২.৪ ইঞ্চি কিউভিজিএ
  • ক্যামেরা: ০.৩ মেগাপিক্সেল ভিজিএ + ফ্ল্যাশ এলইডি
  • মেমোরি: ৩২ জিবি পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট
  • ব্যাটারি: ১৪৫০ মিলিএম্প
  • কানেকটিভিটি: ৩.৫ মি.মি. হেডফোন জ্যাক + মাইক্রো ইউএসবি
  • এক্সট্রা: এমপিএ৩ প্লেয়ার, ভয়েস রেকর্ডার, ওয়্যারড ও ওয়্যারলেস এফএম রেডিও
  • বডি: ন্যানো টেক্সচারের পলিকার্বনেট ব্যাক
  • অপারেটিং সিস্টেম: এস৩০+
nokia 150 2023
Nokia 150 (2023)

অন্য ফোনটি হলো নকিয়া ১৩০, যা দেখতে নকিয়া ১২৫ এর রিফ্রেশড ভার্সন এর মত। এই ফোনে টি৯ কিবোর্ড রয়েছে। ফোনের ব্যাকে বিশাল স্পিকার এরিয়া, রয়েছে এলইডি যা টর্চ হিসেবে কাজ করে। নকিয়া ১৫০ এর মত প্রায় একই স্পেসিফিকেশন রয়েছে ফোনটিতে। যারা একটি কলিং ডিভাইস খুঁজছেন তাদের জন্য এটি আদর্শ বলা চলে। নকিয়ার দাবি অনুযায়ী, ফোনটিতে একবার চার্জ দিলে এক মাস পর্যন্ত ব্যাটারি ব্যাকাপ পাওয়া যাবে স্ট্যান্ডবাই মোডে। নকিয়া ১৫০ এর মত এই ফোনের দাম সম্পর্কেও কিছু জানা যায়নি এখনো। ডার্কার ব্লু, লাইট ব্লু ও পার্পল কালারে পাওয়া যাবে ফোনটি। এই নকিয়া ১৩০ (২০২৩) ফোনটির স্পেসিফিকেশন নিম্নরুপ:

nokia 130 2023
Nokia 130 (2023)

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

  • সাইজ: ১৩০.৯ x ৫০.৬ x ১৪ মি.মি.
  • ওজন: ৯৮.২ গ্রাম
  • ডিসপ্লে: ২.৪ ইঞ্চি কিউভিজিএ
  • মেমোরি: ৪ এমবি ইন্টারনাল স্টোরেজ, ৪ এমবি র‍্যাম, ৩২ জিবি এক্সটার্নাল এসডি কার্ড সাপোর্ট
  • ব্যাটারি: ১৪৫০ মিলিএম্প
  • কানেকটিভিটি: ৩.৫ মি.মি. হেডফোন জ্যাক + মাইক্রো ইউএসবি
  • এক্সট্রা: এমপিএ৩ প্লেয়ার, ভয়েস রেকর্ডার, ওয়্যারড ও ওয়্যারলেস এফএম রেডিও
  • বডি: ন্যানো টেক্সচারের পলিকার্বনেট ব্যাক
  • অপারেটিং সিস্টেম: এস৩০+

আশা করা যাচ্ছে বিশ্বের সকল দেশে খুব শীঘ্রই ফোনগুলো মুক্তি পেতে যাচ্ছে। ফোনগুলো সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *