বিকাশ একাউন্টে ৫০টাকা বোনাস নেওয়ার জন্য সময় বাড়লো। সেই সাথে অফারের শর্তেও এসেছে পরিবর্তন। অ্যাপের মাধ্যমে ভিসা কার্ড সেভ করে নির্দিষ্ট এমাউন্ট এড মানি করলে বিকাশ গ্রাহক ৫০টাকা ক্যাশব্যাক পাবেন। এই পোস্টে ভিসা কার্ড সেভ করে এড মানি করার মাধ্যমে বিকাশে ৫০টাকা বোনাস সম্পর্কে বিস্তারিত জানবেন।
বিকাশ ৫০টাকা বোনাস
বিকাশ অ্যাপে ভিসা কার্ড সেভ করে এড মানি করে পেতে পারেন ৫০টাকা বোনাস। ৫০টাকা বোনাস পেতে বিকাশ অ্যাপ থেকে বিকাশ একাউন্টে ভিসা কার্ড সেভ করে ১,০০০টাকা বা তার বেশি এড মানি করলে পেয়ে যাবেন ৫০টাকা ক্যাশব্যাক বোনাস। নির্দিষ্ট বিকাশ ব্যবহারকারী নিজের একাউন্টে ভিসা কার্ড সেভ করে এড মানি করে এই বোনাস পেতে পারেন।
বিকাশ ৫০টাকা এড মানি বোনাস অফার চলবে ১২আগস্ট থেকে শুরু করে ১৫সেপ্টেম্বর পর্যন্ত। আগে ভিসা কার্ড সেভ করার অফার ৩১ জুলাই পর্যন্ত ছিল। এরপর আগস্ট পর্যন্ত এসেছিল অফারটি। আর এখন মধ্য সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হল অফারটির মেয়াদ।
এবার সংক্ষেপে জানি চলুন বিকাশ ৫০টাকা বোনাস পাওয়ার নিয়মসমূহ সম্পর্কে। অফারটি নেয়ার চেষ্টা করার আগে পুরো শর্ত অবশ্যই পড়বেন।
- ৫০টাকা বিকাশ বোনাস পেতে ভিসা কার্ড বিকাশ একাউন্টে সেভ করে নিজের একাউন্টে ১,০০০টাকা বা তার বেশি এড মানি করতে হবে
- বিকাশ অ্যাপে ইতিমধ্যে ভিসা কার্ড সেভ থাকলে সেক্ষেত্রে এড মানি করে কোনো বোনাস পাওয়া যাবেনা
- বিকাশ অ্যাপের কার্ড টু বিকাশ ফিচার ব্যবহার করে এড মানি করলে এই বোনাস পাওয়া যাবে
- ক্যাম্পেইন চলাকালীন সময়ে একটি ভিসা কার্ড বোনাস পাওয়ার জন্য ব্যবহার করা যাবে
- শুধুমাত্র একবার এই বোনাস উপভোগ করতে পারবেন একজন বিকাশ ব্যবহারকারী
- উল্লেখিত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে ২ দিনের মধ্যে ক্যাশব্যাক ৫০টাকা বোনাস পেয়ে যাবেন বিকাশ গ্রাহক (কর্মদিবস)
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
এবার চলুন জেনে নেওয়া যাক বিকাশ ৫০টাকা ক্যাশব্যাক পাওয়ার শর্তসমূহ সম্পর্কে।
- বিকাশ অ্যাপের সক্রিয় গ্রাহক যারা ন্যূনতম ১বার বিকাশ-এ কার্ড থেকে বিকাশে “নিজ একাউন্টে” অ্যাড মানি করেছেন কিন্তু তার VISA কার্ড সেভ করেননি, তারা VISA কার্ড সেভ করে ১,০০০ বা বেশি অ্যাড মানি করলে এই অফারটি তাদের জন্য প্রযোজ্য হবে
- পূর্বে উক্ত ভিসা কার্ড সেভ না করা থাকলে সেক্ষেত্রে ওই ভিসা কার্ড সেভ করে ১,০০০টাকা বা বেশি এড মানি করলে ৫০টাকা ক্যাশব্যাক বোনাস পাওয়া যাবে
- আগে থেকে সেভ থাকা ভিসা কার্ড থেকে বিকাশ এড মানি করলে কোনো ধরনের বোনাস দেওয়া হবেনা
- কোনো ধরনের প্রতারণার প্রমাণ পাওয়ায় গেলে উক্ত গ্রাহকের বিকাশ একাউন্ট বাতিল করতে পারে বিকাশ
- গ্রাহকের একাউন্টে সমস্যার কারণে ক্যাশব্যাক বোনাস প্রদান করা না গেলে সেক্ষেত্রে বিকাশ দায়ী থাকবেনা
- অফার সম্পর্কিত যেকোনো তথ্য পরিবর্তন কিংবা অফার সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে বিকাশ
- ভিসা কার্ড সম্পর্কিত কোনো সমস্যার কারণে একাউন্টে এড মানি করেও বোনাস না পেলে সেক্ষেত্রে বিকাশ দায়ী থাকবেনা
বিকাশ একাউন্টে কিভাবে ভিসা কার্ড সেভ করে এড মানি করবেন, তা জানতে আমাদের বিস্তারিত পোস্ট দেখুন। 👉 বিকাশ একাউন্টে ভিসা কার্ড ব্যবহারের নিয়ম। অফারটির আরও বিস্তারিত জেনে নিন বিকাশের অফিসিয়াল পেজ থেকে।
👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
50taka
50 Taka