যুক্তরাষ্ট্রে অপো তাদের ফোন বিক্রি শুরু করেনি। যদিও ওয়ানপ্লাস ফোন যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। অন্যদিকে ইউরোপে ওয়ানপ্লাস ও অপো এর ফোনগুলোর বাজার বেশ রমরমা। তবে ওয়ানপ্লাস ও অপো এর জন্য চলে এলো দুঃসংবাদ। এই পোস্টে জানবেন কেনো ও কিভাবে পুরো ইউরোপজুড়ে ওয়ানপ্লাস ও অপো এর ফোন বিক্রি বন্ধ হয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি ফিনিশ ইকুইপমেন্ট সাপ্লাইয়ার, নকিয়া একটি পেটেন্ট মামলা দায়ের করে যার ফলে জার্মানিতে অপো ও ওয়ানপ্লাস এর ডিভাইস বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে হয়েছে। ইতিমধ্যে জার্মানিতে ওয়ানপ্লাস ও অপো এর ফোন বিক্রি স্থগিত করা হয়েছে। অপো ও ওয়ানপ্লাস এর জার্মান ভার্সনে গেলে দেখতে পাবেন উক্ত ওয়েবসাইটসমূহ থেকে নতুন ফোন কেনা যাচ্ছেনা।
তবে ইতিমধ্যে জার্মানিতে থাকা অপো ও ওয়ানপ্লাস ফোনগুলো ব্যবহারে কোনো সমস্যা নেই। ব্যবহারকারীদের হাতে থাকা এইসব ব্র্যান্ডের ফোন কোনো সমস্যা ছাড়া ব্যবহার করা যাবে। শুধুমাত্র নতুন ফোন বিক্রির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আপনার মনে প্রশ্ন আসতে পারে নকিয়া কি এমন পেটেন্টের অধিকারি যার কারণে দুইটি ম্যানুফ্যাকচারার তাদের ফোন বিক্রি করতে পারবেনা। বিষয়টি বুঝা আসলে খুবই সহজ। অভিযোগ অনুযায়ী, নকিয়া’র পেটেন্ট করা ৫জি টেকনোলজি কোনো ধরনের অনুমোদন ছাড়াই অনেকদিন ধরে ব্যবহার করে আসছে অপো ও ওয়ানপ্লাস৷ এই পেটেন্ট ব্যবহারের জন্য উক্ত প্রতিষ্ঠান দুইটি নকিয়াকে কোনো ধরনের অর্থও প্রদান করেনা। এই বিষয়টি নিয়ে কেস করার পর নকিয়া’র পক্ষে যায় যুক্তি ও প্রতিষ্ঠান দুইটির স্মার্টফোন বিক্রি নিষিদ্ধ হয়ে যায় জার্মানিতে।
জার্মান আদালত এই কেসে নকিয়া’র পক্ষে রায় দিয়েছে। এর মানে হলো জার্মানিতে লিগ্যালি ফোন বিক্রি করতে চাইলে অপো ও ওয়ানপ্লাস এর অবশ্যই নকিয়াকে পেটেন্ট লাইসেন্স ফি প্রদান করতে হবে। ভবিষ্যতে এই পেটেন্ট বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে তাদের আপকামিং ফোনগুলোতে এই প্রযুক্তি ব্যবহার এড়িয়ে চলতে পারে ওয়ানপ্লাস ও অপো। ধারণা করা যায় উল্লেখিত প্রথম পথটি বেছে নিতে পারে প্রতিষ্ঠান দুইটি।
তবে স্মার্টফোন সেল নিয়ে সে সমস্যার সৃষ্টি হয়েছে তার কোনো সমাধান কিন্তু এখনো হয়নি। ইতিমধ্যে আমরা জেনেছি যে জার্মানিতে ফোন বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। এই সমস্যা খুব দ্রুত সমাধান করতে না পারলে বিশাল বড় ক্ষতির সম্মুখীন হতে পারে অপো ও ওয়ানপ্লাস।
তবে এই মামলার কার্যকরিতা ছড়িয়ে যেতে পারে জার্মানি ছাড়া ইউরোপের অন্যান্য দেশগুলোতেও। এমন কিছু হলে অন্যান্য দেশগুলোও নকিয়া’র পক্ষে যেতে পারে, যার ফলস্বরূপ অপো ও ওয়ানপ্লাস এর ফোন ইউরোপ এর অন্যান্য দেশগুলোতে বিক্রি বন্ধ করতে হতে পারে৷ এই রকম কিছু হলে কোম্পানি দুইটি বেশ বড় বিপদের মুখে পড়বে।
👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।