বিকাশ একাউন্টে ১২৫ টাকার অফার নিন

দেশের মোবাইল ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বেশি সময় ধরে চলা অফার সম্ভবত বিকাশ শুক্রবারের অফার। এবছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে আজ পর্যন্ত চলছে এই অ্যাড মানি ভিত্তিক অফার। প্রথমে ব্যাংক থেকে মাত্র ১৫০০ টাকা অ্যাড মানি করলেই সপ্তাহে দারুণ ১০০ টাকা ক্যাশব্যাক নেয়ার সুযোগ দিয়েছিল এই অফার। পরে অবশ্য বিভিন্ন সময়ে অফারটির শর্তে অনেক পরিবর্তন আনা হয়েছে।

এরপর অ্যাড মানি পরিমাণে বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে। বোনাসের পরিমাণও চেঞ্জ হয়েছে। এক সময় অ্যাড মানি এমাউন্ট ৩ গুণ করা হয়। এরপর বোনাসের সাথে সাথে আসে শপিং ডিসকাউন্ট। শুরুতে শুধুমাত্র স্বপ্নের শপিং কুপন দেওয়া হলেও পরে অনেকগুলো শপ নতুন করে যুক্ত হয়।

এছাড়া প্রথম দিকে ক্যাশ বোনাস পেতে সময় লাগত কয়েক কর্মদিবস। এরপর তা ৭ কর্মদিবসেও উন্নীত করা হয়েছিল। কিন্তু বর্তমানে ক্যাশব্যাক অংশ পেতে আর অপেক্ষা করতে হয়না। ফ্রাইডে অফারের ক্যাশ বোনাস অংশ এখন বিকাশ একাউন্টে চলে আসে সাথে সাথে। অর্থাৎ আপনি যখনই শর্ত মেনে অ্যাড মানি করবেন তখনই বিকাশ একাউন্টে ক্যাশ বোনাস চলে আসছে।

চলতি মাসে বিকাশ কর্তৃপক্ষ তাদের ফ্রাইডে অফারকে ঢেলে সাজিয়েছে। তাদের ওয়েবসাইটে তারা এখন এটিকে মোটামুটি চলমান একটি অফার হিসেবেই স্বীকৃতি দিয়েছে। কেননা তারা “প্রতি শুক্রবার” কথাটি উল্লেখ করেছে। যদিও বিকাশ চাইলেই যেকোনো সময় অফারটি বন্ধ করে দিতে পারে। তবে অফারটিতে যে তারা নতুন কিছু পরিবর্তন এনেছে তা স্পষ্ট।

আগে যেকোনো গ্রাহক প্রতি শুক্রবার এই ফ্রাইডে অফার একবার করে নিতে পারতেন। তবে এখন থেকে একজন গ্রাহক চার শুক্রবার মিলিয়ে সর্বোচ্চ ৪ বার অফারটি নিতে পারবেন। অর্থাৎ আপনি মোট চার সপ্তাহ ধরে সর্বমোট চার বার অফারটি নিতে পারবেন। বিকাশের অফার ওয়েব পেজে কথাটি উল্লেখ করা হয়েছে

সবচেয়ে বড় যে পরিবর্তন এসেছে তা হলো, এখন আপনি কার্ড থেকে অ্যাড মানি করেও এই অফারটি নিতে পারবেন। এতদিন ফ্রাইডে অফারটি শুধুমাত্র ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি করলে পাওয়া যেত। এখন বিকাশ জানাচ্ছে, আপনি আজ থেকে ব্যাংক টু বিকাশ এবং কার্ড টু বিকাশ উভয় পদ্ধতিতেই এই ১২৫ টাকার অফার নিতে পারবেন।

অর্থাৎ অ্যাপ থেকে ৪,৫০০ টাকা ব্যাংক টু বিকাশ অথবা কার্ড টু বিকাশ অ্যাড মানি করলেই পাচ্ছেন ২৫ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখানেই শেষ নয়। সাথে ১০০ টাকা সুপারস্টোর কুপন পাবেন।

যেকোনো বিকাশ গ্রাহক ৪,৫০০ টাকা ব্যাংক টু বিকাশ অথবা কার্ড টু বিকাশ অ্যাড মানি করলেই নিজের একাউন্টে পাচ্ছেন ২৫ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, সাথে ১০০ টাকা সুপারস্টোর কুপন। যে বিকাশ একাউন্ট থেকে লেনদেন করা হবে সেই একাউন্টে বোনাস ও কুপন পাবেন।  অফারের মেয়াদঃ ২৬ আগস্ট, ২০২২ রাত ১১:৫৯ পর্যন্ত। ডিসকাউন্ট কুপন ব্যবহার করা যাবে এমন সুপারশপ আউটলেট এর তালিকা দেখতে বিকাশের এই পেজ দেখুন

অ্যাড মানি সফল হওয়ার ২ কর্মদিবসের মধ্যে এই ১০০ টাকার কুপন পাবেন। কুপনের মেয়াদ ৭ দিন। কুপন ব্যবহার করতে হলে গ্রাহককে কমপক্ষে ৩০০ টাকার কেনাকাটা করতে হবে। মনে রাখবেন, একজন বিকাশ গ্রাহক অফার চলাকালীন সময়ে প্রতি শুক্রবার ১বার করে চার সপ্তাহে সর্বোচ্চ ৪বার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও কুপন অফার নিতে পারবেন।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

2 comments

  1. Shajahan Ahmed Reply

    Supporting And Helping Me For I Want use this All offer’s 💰

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *