বাংলাদেশের মোবাইল ব্যাংকিং ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে চলমান অফার বোধ হয় বিকাশের ফ্রাইডে অফার। সেই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে এই অ্যাড মানি অফার। প্রথমে ব্যাংক থেকে ১৫০০ টাকা অ্যাড মানি করে সপ্তাহে ১০০ টাকা বোনাস নেয়ার সুযোগ দিলেও পরে বিভিন্ন সময়ে তাদের শর্তে পরিবর্তন এসেছে।
এরপর অ্যাড মানি পরিমাণে বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে। বোনাসের পরিমাণও চেঞ্জ হয়েছে। এক সময় অ্যাড মানি এমাউন্ট ৩ গুণ করা হয়। এরপর বোনাসের সাথে সাথে আসে শপিং ডিসকাউন্ট। শুরুতে শুধুমাত্র স্বপ্নের শপিং কুপন দেওয়া হলেও পরে অনেকগুলো শপ নতুন করে যুক্ত হয়।
এছাড়া প্রথম দিকে ক্যাশ বোনাস পেতে সময় লাগত কয়েক কর্মদিবস। এরপর তা ৭ কর্মদিবসেও উন্নীত করা হয়েছিল। কিন্তু বর্তমানে ক্যাশব্যাক অংশ পেতে আর অপেক্ষা করতে হয়না। ফ্রাইডে অফারের ক্যাশ বোনাস অংশ এখন বিকাশ একাউন্টে চলে আসে সাথে সাথে। অর্থাৎ আপনি যখনই শর্ত মেনে অ্যাড মানি করবেন তখনই বিকাশ একাউন্টে ক্যাশ বোনাস চলে আসছে।
এই সপ্তাহে বিকাশ কর্তৃপক্ষ তাদের ফ্রাইডে অফারকে ঢেলে সাজিয়েছে। তাদের ওয়েবসাইটে তারা এখন এটিকে মোটামুটি চলমান একটি অফার হিসেবেই স্বীকৃতি দিয়েছে। কেননা তারা “প্রতি শুক্রবার” কথাটি উল্লেখ করেছে। যদিও বিকাশ চাইলেই যেকোনো সময় অফারটি বন্ধ করে দিতে পারে। তবে অফারটিতে যে তারা নতুন কিছু পরিবর্তন এনেছে তা স্পষ্ট।
আগে যেকোনো গ্রাহক প্রতি শুক্রবার এই ফ্রাইডে অফার একবার করে নিতে পারতেন। তবে এখন থেকে একজন গ্রাহক চার শুক্রবার মিলিয়ে সর্বোচ্চ ৪ বার অফারটি নিতে পারবেন। অর্থাৎ আপনি মোট চার সপ্তাহ ধরে সর্বমোট চার বার অফারটি নিতে পারবেন। বিকাশের অফার ওয়েব পেজে কথাটি উল্লেখ করা হয়েছে।
সবচেয়ে বড় যে পরিবর্তন এসেছে তা হলো, এখন আপনি কার্ড থেকে অ্যাড মানি করেও এই অফারটি নিতে পারবেন। এতদিন ফ্রাইডে অফারটি শুধুমাত্র ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি করলে পাওয়া যেত। এখন বিকাশ জানাচ্ছে, আপনি আজ থেকে ব্যাংক টু বিকাশ এবং কার্ড টু বিকাশ উভয় পদ্ধতিতেই এই ১২৫ টাকার অফার নিতে পারবেন।
অর্থাৎ অ্যাপ থেকে ৪,৫০০ টাকা ব্যাংক টু বিকাশ অথবা কার্ড টু বিকাশ অ্যাড মানি করলেই পাচ্ছেন ২৫ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখানেই শেষ নয়। সাথে ১০০ টাকা সুপারস্টোর কুপন পাবেন।
যেকোনো বিকাশ গ্রাহক ৪,৫০০ টাকা ব্যাংক টু বিকাশ অথবা কার্ড টু বিকাশ অ্যাড মানি করলেই নিজের একাউন্টে পাচ্ছেন ২৫ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, সাথে ১০০ টাকা সুপারস্টোর কুপন। যে বিকাশ একাউন্ট থেকে লেনদেন করা হবে সেই একাউন্টে বোনাস ও কুপন পাবেন। অফারের মেয়াদঃ ৫ আগস্ট, ২০২২ রাত ১১:৫৯ পর্যন্ত। ডিসকাউন্ট কুপন ব্যবহার করা যাবে এমন সুপারশপ আউটলেট এর তালিকা দেখতে বিকাশের এই পেজ দেখুন।
অ্যাড মানি সফল হওয়ার ২ কর্মদিবসের মধ্যে এই ১০০ টাকার কুপন পাবেন। কুপনের মেয়াদ ৭ দিন। কুপন ব্যবহার করতে হলে গ্রাহককে কমপক্ষে ৩০০ টাকার কেনাকাটা করতে হবে। মনে রাখবেন, একজন বিকাশ গ্রাহক অফার চলাকালীন সময়ে প্রতি শুক্রবার ১বার করে চার সপ্তাহে সর্বোচ্চ ৪বার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও কুপন অফার নিতে পারবেন।
👉 ভিডিওঃ পুরাতন ফোনের গতি বাড়ানোর কৌশল
👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
[★★] প্ৰযুক্তি নিয়ে লেখালেখি করতে চান? এক্ষুণি একটি টেকবাজ একাউন্ট খুলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পোস্ট করুন! techbaaj.com ভিজিট করে নতুন একাউন্ট তৈরি করুন। হয়ে উঠুন একজন দুর্দান্ত টেকবাজ!