গুগল অ্যাসিস্ট্যান্ট কি? এর সুবিধা ও ব্যবহারের নিয়ম জানুন

অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে একটি চমকপ্রদ ফিচার হলো গুগল অ্যাসিস্ট্যান্ট। এই গুগল অ্যাসিস্ট্যান্ট এর সঠিক ব্যবহারের মাধ্যমে একজন সাধারণ ইউজার হয়ে উঠতে পারবেন একজন পাওয়ার ইউজার। এই পোস্টে গুগল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে বিস্তারিত জানবেন।

গুগল অ্যাসিস্ট্যান্ট কি?

গুগল অ্যাসিস্ট্যান্ট হলো গুগল এর ভয়েস অ্যাসিস্ট্যান্ট যা “Ok Google” বলার পাশাপাশি জেশ্চার এর মাধ্যমেও চালু করা যায়। মূলত হ্যান্ডস-ফ্রি ভয়েস কন্ট্রোল এর ফিচার হলো গুগল অ্যাসিস্ট্যান্ট। তবে টেক্সট এর মাধ্যমেও গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যায়।

গুগল অ্যাসিস্ট্যান্ট চালু করার নিয়ম

গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে হলে প্রথমেই এটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটিভ করতে হবে। এটা বেশ সহজ একটি প্রক্রিয়া ও এক বা দুই মিনিটের বেশি সময় লাগেনা। গুগল অ্যাসিস্ট্যান্ট চালু করতে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করুনঃ

  • Google অ্যাপে প্রবেশ করুন
  • স্ক্রিনের ডানদিকের কর্নারে থাকা আপনার একাউন্টের প্রোফাইল পিকচারে ট্যাপ করুন
  • Settings সিলেক্ট করুন
  • Google Assistant সেকশনে প্রবেশ করুন
  • General সিলেক্ট করুন
  • Google Assistant টোগল অন করে দিন 

গুগল অ্যাসিস্ট্যান্ট চালু করার পর “Ok Google” বা “Hey Google” বলার মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্ট চালু করতে পারবেন।

গুগল অ্যাসিস্ট্যান্ট দ্বারা কি কি করা যায়?

গুগল অ্যাসিস্ট্যান্ট তো চালু করা হয়ে গেলো, কিন্তু প্রশ্ন হলো আসলে কি কাজে আসতে পারে গুগল অ্যাসিস্ট্যান্ট? চলুন জেনে নেওয়া যাক। অ্যাসিস্ট্যান্ট মূলত আপনাকে যেকোনো তথ্য খুঁজে পেতে এবং ফোনে বিভিন্ন ধরনের একশন নিতে সাহায্য করবে। “Hey Google” বা “Ok Google” বলে অ্যাসিস্ট্যান্ট চালু করার পর করতে পারেন এমন কিছু প্রশ্ন ও কমান্ড নিচে দেওয়া হলোঃ

  • How’s the weather today?
  • Find restaurants near me.
  • Call Riyad.
  • Text Sakib “I’ll be there in an hour.”
  • Wake me up at 8 am.
  • Did the Brazil football team win their last game?
  • Define “vivacious.”
  • How do I say “Where is the bus station” in Spanish?
  • Google Assistant Define
  • Google Assistant Translate
  • Increase / Decrease the brightness.
  • How old is Tom Cruise?
  • Open Telegram.
  • Let’s play a game.

এইতো গেলো গুগল অ্যাসিট্যান্ট এর সাথে ব্যবহার করতে পারেন এমন অল্পকিছু কমান্ড মাত্র। গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে ফোনে করা যায়না এমন কাজ নেই বললেই চলে।

Continued Conversation এর মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্ট ফলো-আপ রিকুয়েস্টও প্রসেস করতে পারে। অর্থাৎ ধরুন আপনি আর্জেন্টিনা সম্পর্কে জানতে চাইলেন, এরপর চাইলে গুগলকে জিজ্ঞেস করতে পারেন তাদের ফুটবল দল সম্পর্কে। এইক্ষেত্রে একবার উক্ত দেশের নাম বলার পর বাকি প্রশ্ন এমনিই করতে পারবেন, দেশের নাম উল্লেখ করা ছাড়া। এছাড়া একই সাথে একাধিক প্রশ্নও করা যেতে পারে গুগল অ্যাসিস্ট্যান্টকে। 

গুগল অ্যাসিস্ট্যান্ট আপনাকে ও আপনার প্রদত্ত কনটেক্সটকে বুঝতে পারে, যার ফলে এটি প্রাপ্ত তথ্য স্মার্ট উপায়ে ব্যবহার করবে। এর ফলে ভয়েস কমান্ড এর মাধ্যমে খুব সহজে এক কমান্ড থেকে অন্য কমান্ডে ধারাবাহিকতা বজায় রেখে ন্যাভিগেট করা যায়। অর্থাৎ শুধুমাত্র নির্দিষ্ট প্রশ্ন উত্তর প্রদানে বা নির্দিষ্ট একশনে গুগল অ্যাসিস্ট্যান্ট এর ক্ষমতা সীমাবদ্ধ নয়। একজন মানুষের মত গুগল অ্যাসিস্ট্যান্ট ধারাবাহিকভাবে কনভার্সেশন বজায় রাখতে পারে।

মোবাইল এর পাশাপাশি গুগল এর অন্যান্য ডিভাইসগুলোতে গুগল অ্যাসিস্ট্যান্ট এর দেখা পেয়ে যাবেন। বিশেষ করে আধুনিক হোম স্পিকার এর মত স্মার্ট ডিভাইসগুলোতে গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে।

এবারে গুগল অ্যাসিস্ট্যান্ট এর কিছু সাধারণ দৈনন্দিন ব্যবহার সম্পর্কে বলি যা কমবেশি সবার দৈনিক কাজে আসবে। ইউটিউবে নির্দিষ্ট ইউটিউবার এর ভিডিও দেখতে চাইলে অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারেন। ধরুন আপনি Mr Beast এর লেটেস্ট ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে Hey Google বলার পর “Play Mr Beast latest video on Youtube” বলতে পারেন।

আবার ধরুন আপনি স্পটিফাইয়ে কারো পডকাস্ট শুনতে চান। তাহলে Hey Google বলার পর “Play ___ podcast by ___ on Spotify” বলতে হবে। একইভাবে Set an alarm at 9AM এর মত কমান্ড ব্যবহার করে এলার্ম সেট করা যাবে গুগল অ্যাসিস্ট্যান্ট এর সাহায্যেই।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

গুগল অ্যাসিস্ট্যান্ট কি? এর সুবিধা ও ব্যবহারের নিয়ম জানুন

👉 ইন্টারনেট ছাড়া কি জিমেইল ব্যবহার করা যায়?

গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যক্তিগতকরণ ও নিয়ন্ত্রণ

নিজের মনের মত করে গুগল অ্যাসিস্ট্যান্টকে সাজিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট এর ভয়েস চেঞ্জ করা, নিউজ সোর্স চেঞ্জ করা, নিজের নিকনেইম পরিবর্তন করা, ইত্যাদি কাস্টমাইজেশন অপশন রয়েছে। গুগল অ্যাসিস্ট্যান্টে প্রবেশ করে আপনার একাউন্ট প্রোফাইল আইকনে ট্যাপ করে নিচের দিকে স্ক্রল করে All Settinhs সেকশন থেকে Settings প্যানেল অ্যাকসেস করতে পারবেন। গুগল অ্যাসিস্ট্যান্ট সেটিংস এর কিছু উদাহরণ হলোঃ

  • Assistant Voice — ১০টি ভয়েস থেকে নিজের পছন্দের অ্যাসিস্ট্যান্ট ভয়েস বেছে নেওয়া যাবে
  • Basic Info — আপনার নিকনেইম ও জন্মদিন পরিবর্তন করতে পারবেন
  • Continued Conversation — এই অপশন চালু রাখলে কোনো প্রশ্নের উত্তর প্রদানের কয়েক সেকেন্ডের মধ্যে আবার মাইক্রোফোন অন হয় পরবর্তী প্রশ্নের কমান্ডের জন্য
  • Finances — আমেরিকান এক্সপ্রেস এর মত আর্থিক সেবা এড বা রিমুভ করা যাবে
  • General — গুগল অ্যাসিস্ট্যান্ট চালু বা বন্ধ করা যাবে
  • Music — আপনার ডিফল্ট মিউজিক স্ট্রিমিং সেবা সিলেক্ট করতে পারবেন Select your default music service অপশন থেকে
  • News – নিউজ সোর্স এড বা রিমুভ করতে পারবেন
  • Shortcuts — ইমেইল পাঠানো, লোকেশন শেয়ার এর মত শর্টকাট এড করা যাবে

👉 গুগল স্মার্ট লক কি? এর সুবিধা ও ব্যবহারের নিয়ম জানুন

অনেকের ফোনে অটোমেটিক গুগল অ্যাসিস্ট্যান্ট চালু থাকে যা তারা বন্ধ করতে চান। এবার জেনে নেওয়া যাক কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট বন্ধ করতে হয়।

  • প্রথমে Google অ্যাপে প্রবেশ করুন
  • স্ক্রিনের ডানদিকের কর্নারে থাকা আপনার একাউন্টের প্রোফাইল পিকচারে ট্যাপ করুন
  • Settings সিলেক্ট করুন
  • Google Assistant সেকশনে প্রবেশ করুন
  • এবার General অপশনে ট্যাপ করুন
  • Google Assistant এর পাশে থাকা টোগল বন্ধ করেন দিন

আপনি কি গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেন? গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের অভিজ্ঞতা আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে।

👉 ভিডিওঃ জিমেইল একাউন্ট খোলার নিয়ম

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *