ম্যাপিং জায়ান্ট গুগল তাদের স্ট্রিট ভিউ সার্ভিসের মাধ্যমে চিড়িয়াখানা ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে। চলতি সপ্তাহে কোম্পানিটি তাদের স্ট্রিট ভিউ ম্যাপে বিশ্বের বেশ কয়েকটি বড় বড় চিড়িয়াখানা যোগ করেছে। এই পোস্টে তিনটি ইন্টার্যাকটিভ স্ট্রিট ভিউ ম্যাপ ফ্রেম এম্বেড করা আছে। ফ্রেমগুলোর উপরে মাউস স্ক্রল করে বিচিত্র সব প্রাণীদের দেখে নিন! ম্যাপ ফ্রেমের উপরের দিকে ডান কোণায় থাকা ছোট্ট বাটনটিতে ক্লিক করে ফুলস্ক্রিনেও দৃশ্যগুলো উপভোগ করতে পারেন। (ম্যাপ ফ্রেমের উপর মাউস হুইল ঘোরালে তা ম্যাপ জুম করবে। তাই পোস্টের আরও নিচের দিকে যেতে ম্যাপ শো এর বাইরে কার্সর নিয়ে মাউস হুইল ঘোরান)
এগুলো ভিজিট করে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে অনেকটা হেঁটে হেঁটে বন্য প্রাণী দেখার মত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
এর মধ্যে রয়েছে জায়ান্ট পান্ডা ব্রিডিংয়ের জন্য বিখ্যাত চীনের চেংদু রিসার্স বেস, যেখানে বিলুপ্ত হওয়ার আশংকায় থাকা জায়ান্ট পান্ডার প্রায় ৩০ শতাংশের বসবাস। আরও আছে ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো জু। এছাড়া পাবেন ইউরোপের বেশ কিছু পার্ক, দক্ষিণ পূর্ব এশিয়া-জাপান-যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি চিড়িয়াখানা, স্পেনের জু অ্যাকুরিয়াম ডি মাদ্রিদ, পার্ক জুলজিক ডি বার্সেলোনা ইত্যাদি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।