জনপ্রিয় ওপেন সোর্স এবং ফ্রি লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম উবুন্তুর স্পন্সর ক্যানোনিক্যাল গত মাসে তাদের নিজস্ব ব্র্যান্ডের “উবুন্তু এজ” স্মার্টফোন তৈরির সিদ্ধান্ত নিয়েছিল। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ৩২ মিলিয়ন ডলারের বিশাল তহবিল সংগ্রহ করতে ক্রাউডফান্ডিং সাইট ইনডাই গো গো এর সহায়তা নেয় কোম্পানিটি।
কিন্তু ৩০ দিন ব্যাপী চলা এই ক্যাম্পেইনে সব মিলিয়ে ১২.৮ মিলিয়ন ডলার ফান্ড রেইস করতে সক্ষম হয় ক্যানোনিক্যাল.. ফলশ্রুতিতে প্রায় ২০ মিলিয়ন ডলার কম আর্জিত উবুন্ত এজ স্মার্টফোন ক্রাউডফান্ডিং ক্যাম্পেইন শেষ পর্যন্ত আর সাফল্যের মুখ দেখতে পারেনি।
২৭০০০ এর বেশি লোক প্রকল্পটিতে ফান্ড কন্ট্রিবিউট করেছিলেন, যার মধ্যে বিভিন্ন কোম্পানি যেমন ব্লুমবার্গ দিয়েছে ৮০০০০ ডলার।
১২,৮১৩,৫০১ মার্কিন ডলার তহবিল সংগ্রহ করে উবুন্তু এজ এ পর্যন্ত সবচেয়ে বড় ফিক্সড ক্রাউডফাডিং ক্যাম্পেইনের রেকর্ড গরেছে। কিন্তু টার্গেটে পৌঁছাতে না পারায় এসব অর্থ আবার ফেরত দিয়ে দিতে হবে। ক্যানোনিক্যাল বলেছে, তারা এ ব্যাপারে পেপালের সাথে আলাপ করেছে এবং ৫ কর্মদিবসের মধ্যেই রিফান্ডিং সম্পন্ন হবে।
২১ আগস্ট শেষ হওয়া উবুন্তু এজ ক্যাম্পেইনটি চালুর মাত্র ২৪ ঘন্টার মধ্যেই প্রায় ৩.৪ মিলিয়ন ডলার ফান্ড রেইস হয়েছিল। এর পর তা ধীরগতিতে আগাতে থাকে। ফলে উবুন্তু ফোনের মূল্য বেশ কয়েকবার পূনর্নির্ধারণ করা হয়। ৬০০ ডলার থেকে শুরু করে ৮৩০, ৬২৫, ৬৭৫, ৭২৫ এবং ৬৯৫ ডলারেও চলে এসেছিল।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।