চলতি বছরের শেষ নাগাদ বিশাল স্ক্রিন ও হাই টেক ক্যামেরা সমৃদ্ধ উইন্ডোজ স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে নকিয়া। নিজস্ব সূত্রের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সাইট দি ভার্জ এই তথ্য জানিয়েছে। বিশালাকারের উইন্ডোজ ফোন ওএস নির্ভর স্মার্টফোনটির বর্তমান কোডনেম হচ্ছে “ব্যানডিট”; এতে থাকবে ১০৮০পি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন কোয়াডকোর প্রসেসর প্রভৃতি।
ভার্জের সূত্র সঠিক হলে নকিয়া ব্যানডিট হবে কোম্পানিটির বেশ কিছু ভবিষ্যৎ ফুল এইচডি লুমিয়া ডিভাইসের মধ্যে প্রথম।
পত্রিকাটি লিখছে, উল্লিখিত স্মার্টফোনে কমপক্ষে ২০ মেগাপিক্সেল রেয়ার ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। আর এজন্য সেটটির পেছন দিকে কিছুটা বর্ধিত অংশ থাকাটা মোটেই অস্বাভাবিক নয়।
তবে সব মিলিয়ে ব্যানডিট ডিভাইসগুলো হালকা-পাতলা হবে এবং পলিকার্বনেট কভার নিয়ে আসবে। এই স্মার্টফোনের অপেক্ষাকৃত বড় ডিসপ্লে সমর্থনের জন্য উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমেও প্রয়োজনীয় পরিবর্তন আনছে মাইক্রোসফট। এক্ষেত্রে ১০৮০পি ডিসপ্লে সাপোর্ট, স্টার্ট স্ক্রিনে থাকা লাইভ টাইলসে নতুন আরেকটি কলাম যোগ প্রভৃতি উল্লেখযোগ্য।
এছাড়া, উইন্ডোজ ফোনের সর্বশেষ আপডেট “জিডিআরথ্রি”তেও বেশ কিছু উন্নয়ন আনা হয়েছে। যার মধ্যে রোটেশন লক, ড্রাইভিং মুড এবং ইউজার ইন্টারফেস টুইক প্রধান।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।