ফেসবুকে স্ট্যাটাস পোস্টিং, কনটেন্ট শেয়ারিং বা লাইকের কারণেও হতে পারে জেল-জরিমানা। সম্প্রতি থাইল্যান্ড সরকার দেশটির ইন্টারনেট ব্যবহারকারীদের উদ্দেশ্যে এ সঙ্ক্রান্ত একটি নীতিমালা জারি করেছে।
আরও নির্দিষ্টভাবে, সেখানে রাজনৈতিক গুজবমূলক কোন ফেসবুক পোস্ট দিলে অথবা এমনকি এতে কেউ লাইক করলেও তার কারাদণ্ড ও জরিমানা হতে পারে।
থাই প্রযুক্তি অপরাধ আইনে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বা জনমনে আতঙ্ক ছড়ায় সোশ্যাল নেটওয়ার্কে এমন কোন কনটেন্ট ছড়ালে তার সর্বোচ্চ ৫ বছর জেল এবং ৩২০০ মার্কিন ডলার জরিমানা হতে পারে। থাইল্যান্ডের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনাময় পরিস্থিতির কারনে দেশটির সরকার এই পদক্ষেপ নিয়েছে।
থাই সরকারের একটি অ্যামনেস্টি (রাজক্ষমা) বিল নিয়ে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আইনটির বিরোধীরা মনে করছেন এটি কার্যকর হলে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি এখন নির্বাসনে আছেন তিনি তার দুর্নীতির দায় এড়িয়েই দেশে ফিরতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, তিনি বর্তমান থাই প্রধানমন্ত্রীর ভাই। এই ইস্যুটি থাইল্যান্ডের দুই প্রধান রাজনৈতিক দল এবং তাদের সমর্থকদের মাঝে চাপা উত্তেজনা সৃষ্টি করেছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।