ফেসবুকে পোস্ট কিংবা লাইকের কারণেও হতে পারে জেল জরিমানা!

facebook eng

ফেসবুকে স্ট্যাটাস পোস্টিং, কনটেন্ট শেয়ারিং বা লাইকের কারণেও হতে পারে জেল-জরিমানা। সম্প্রতি থাইল্যান্ড সরকার দেশটির ইন্টারনেট ব্যবহারকারীদের উদ্দেশ্যে এ সঙ্ক্রান্ত একটি নীতিমালা জারি করেছে।

আরও নির্দিষ্টভাবে, সেখানে রাজনৈতিক গুজবমূলক কোন ফেসবুক পোস্ট দিলে অথবা এমনকি এতে কেউ লাইক করলেও তার কারাদণ্ড ও জরিমানা হতে পারে।

থাই প্রযুক্তি অপরাধ আইনে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বা জনমনে আতঙ্ক ছড়ায় সোশ্যাল নেটওয়ার্কে এমন কোন কনটেন্ট ছড়ালে তার সর্বোচ্চ ৫ বছর জেল এবং ৩২০০ মার্কিন ডলার জরিমানা হতে পারে। থাইল্যান্ডের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনাময় পরিস্থিতির কারনে দেশটির সরকার এই পদক্ষেপ নিয়েছে

থাই সরকারের একটি অ্যামনেস্টি (রাজক্ষমা) বিল নিয়ে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আইনটির বিরোধীরা মনে করছেন এটি কার্যকর হলে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি এখন নির্বাসনে আছেন তিনি তার দুর্নীতির দায় এড়িয়েই দেশে ফিরতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, তিনি বর্তমান থাই প্রধানমন্ত্রীর ভাই। এই ইস্যুটি থাইল্যান্ডের দুই প্রধান রাজনৈতিক দল এবং তাদের সমর্থকদের মাঝে চাপা উত্তেজনা সৃষ্টি করেছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,580 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *