সিলেটে পরীক্ষামূলকভাবে চালু হল টেলিটকের থ্রিজি

teletalk 3gসিলেট সিটি কর্পোরেশনের ৫ টি এলাকায় আজ টেলিটক থ্রিজি নেটওয়ার্ক পরীক্ষামুলক ভাবে চালু হয়েছে, যা খুব শীঘ্রই অঞ্চলটিতে পূর্ণাঙ্গ থ্রিজি চালুর একটি প্রস্তুতি।

পুরো সিলেট নগরীকে ৪০টি বিটিএসের মাধ্যমে থ্রিজি নেটওয়ার্কের আওতায় আনার কথা থাকলেও ঈদের আগে অন্তত ২৯টি বিটিএস চালু করে যতটা সম্ভব কাভারেজ বিস্তৃতির চেষ্টা করবে টেলিটক। আপাতত সিলেটের যে ৫ স্থানে দ্রুতগতির এই মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাবে সেগুলো হল-

  • ১. দরগা মহল্লা
  • ২. হোটেল স্টার, মেহেদিবাগ
  • ৩. উদ্দীপন, মীরা বাজার
  • ৪. উত্তর বালুচর
  • ৫. সাগর দীঘির পাড়

এসব এলাকায় যারা আগে থেকেই টু’জি সিম কে থ্রিজিতে রূপান্তরিত করে রেখেছেন তারা ম্যানুয়ালি নেটওয়ার্ক সার্চ দিয়ে তা ব্যবহার করতে পারেন।

থ্রিজি নেটওয়ার্কে আসতে চাইলে মোবাইলের নেটওয়ার্ক সেটিংসে গিয়ে 3G only/WCDMA only মুড সিলেক্ট করুন। উল্লেখ থাকে যে, পরীক্ষামূলক বলে সিগন্যাল স্ট্রেন্থ ওঠানামা করতে পারে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *