অনেকেই ৩০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ এর খোঁজ করে থাকেন। ভালো ব্যাপার হচ্ছে, একাধিক ৩০ হাজার টাকার মধ্যে ভালো ল্যাপটপ দেশের বাজারে পাওয়া যাচ্ছে।
৩০ হাজার টাকার মধ্যে যেসব ল্যাপটপ পাওয়া যায়, এগুলো মূলত ব্রাউজিং, মাল্টিমিডিয়া ওয়াচিং, সাধারণ অফিস ওয়ার্ক, ইত্যাদির জন্য ভালো পছন্দ।
আমরা খুঁজে বের করেছি দেশের বাজারে ৩০ হাজার টাকার মধ্যে সেরা ল্যাপটপ৷ এই তালিকার প্রত্যেকটি ল্যাপটপ বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে ল্যাপটপগুলোর সর্বোপরি ব্যবহারের উপযোগিতাকে।
চলুন জেনে নেওয়া যাক, ৩০ হাজার টাকার মধ্যে ভালো ল্যাপটপ সমূহ সম্পর্কে।
২০ হাজার টাকায় ওয়ালটন ল্যাপটপ – Walton Prelude R1
আমাদের তালিকার সবচেয়ে কম দামের ল্যাপটপটি হলো দেশীয় ব্র্যান্ড ওয়ালটন এর Walton Prelude R1 ল্যাপটপটি। ২০ হাজার টাকার মধ্যে খুবই সাধারণ ব্যবহারের জন্য যারা ল্যাপটপ খুঁজছেন, তাদের জন্য এই ল্যাপটপটি আদর্শ পছন্দ। ল্যাপটপটির সামনে একটি ওয়েবক্যাম রয়েছে, যার মাধ্যমে অনলাইন ক্লাস বা মিটিং এর মত কাজ অনায়াসেই সাড়া যাবে।
এছাড়াও ১.৩৩কেজি ওজনের ল্যাপটপটি বহন করতেও তেমন অসুবিধা হওয়ার কথা না। ১টিবি হার্ডডিস্কের সুবাদে ফাইল স্টোর করার সুবিধা তো থাকছেই।
Walton Prelude R1 এর স্পেসিফিকেশনঃ
- স্ক্রিন সাইজঃ ১৪.১ইঞ্চি
- প্রসেসরঃ ইন্টেল ডুয়াল কোর
- র্যামঃ ৪জিবি
- হার্ড ডিস্কঃ ১টিবি
- গ্রাফিক্সঃ ইন্টেল এইচডি ৫০০
- দামঃ ১৯,৯৯০টাকা
২৫ হাজার টাকার মধ্যে এইচপি ল্যাপটপ – HP 14-bw077au
আমাদের এই ৩০হাজার টাকার মধ্যে সেরা ল্যাপটপ এর তালিকায় এইচপি এর HP 14-bw077au ল্যাপটপটিকে রাখা হয়েছে। ২৪ হাজার টাকায় এই ল্যাপটপটি অফার করছে এএমডির ডুয়াল কোর প্রসেসর।
ল্যাপটপটিতে একটি ওয়েবক্যামও রয়েছে। দামে কম হওয়ার স্বত্বেও এই ল্যাপটপটির সবচেয়ে অসাধারণ ফিচার হলো, এই ল্যাপটপটিতে অপটিক্যাল ডিভিডি রাইটার রয়েছে। এছাড়াও ল্যান, ওয়াইফাই ও ব্লুটুথ এর মতো দরকারি সুবিধা তো রয়েছেই।
HP 14-bw077au এর স্পেসিফিকেশনঃ
- স্ক্রিন সাইজঃ ১৪ইঞ্চি
- প্রসেসরঃ এমএমডি ডুয়াল কোর
- র্যামঃ ৪জিবি
- হার্ড ডিস্কঃ ৫০০জিবি
- গ্রাফিক্সঃ এএমডি রেডিয়ন আর২
- দামঃ ২৪,০০০টাকা
২৫ হাজার টাকার মধ্যে আসুস ল্যাপটপ – Asus X540YA
যাদের ২৫হাজার টাকা বাজেটের মধ্যে বেশি স্টোরেজের ব্যবহারযোগ্য একটি ল্যাপটপ লাগবে তাদের জন্য Asus X540YA ল্যাপটপটি আদর্শ পছন্দ হতে পারে। এই ল্যাপটপটিতে ১টেরাবাইট স্টোরেজ থাকায় ফাইল জমা রাখা বেশ সুবিধাজনক হবে। আবার ১৫.৬ইঞ্চির বিশাল ডিসপ্লেতে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স করা যাবে ভালোভাবে।
Asus X540YA এর স্পেসিফিকেশনঃ
- স্ক্রিন সাইজঃ ১৫.৬ইঞ্চি
- প্রসেসরঃ AMD E1-6010
- র্যামঃ ৪জিবি
- হার্ড ডিস্কঃ ১টেরাবাইট
- দামঃ ২৫,০০০টাকা
২৫ হাজার টাকায় আই লাইফ ল্যাপটপ – I-Life Zed Air Plus
ইন্টেল এর প্রসেসর চালিত আইলাইফ এর I-Life Zed Air Plus ল্যাপটপটির স্ক্রিন দেখতে বেশ বড়সড়। ল্যাপটপটিতে ৬জিবি র্যাম থাকার ফলে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে তালিকার অন্যান্য ল্যাপটপ থেকে বেটার এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
আরো জানুনঃ ল্যাপটপ নাকি ডেস্কটপ? কোনটি কিনলে ভাল হবে?
এছাড়াও ল্যাপটপটির সামনে একটি ওয়েবক্যাম রয়েছে যা বর্তমান সময় বিবেচনায় বেশ প্রয়োজনীয় ফিচার বটে।
I-Life Zed Air Plus এর স্পেসিফিকেশনঃ
- স্ক্রিন সাইজঃ ১৫.৬ইঞ্চি
- প্রসেসরঃ ইন্টেল সেলেরন এন৩৩৫০
- র্যামঃ ৬জিবি
- হার্ড ডিস্কঃ ৫০০জিবি
- গ্রাফিক্সঃ ইন্টেল এচডি ৫০০
- দামঃ ২৫,০০০টাকা
২৫ হাজার টাকায় অ্যাভিটা ল্যাপটপ – AVITA Essential 14
২৫হাজার টাকার মধ্যে ল্যাপটপ খুঁজছেন? এই দামে AVITA ব্র্যান্ডের AVITA Essential 14 ল্যাপটপটি যেকোনো সাধারণ ব্যবহারকারীর চাহিদা পূরণে সক্ষম। ল্যাপটপটিতে এসএসডি ব্যবহার করা এর স্টোরেজ ব্যবহারের এক্সপেরিয়েন্স অসাধারণ।
আরো দেখুনঃ ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন
আবার ল্যাপটপটিতে ফুলএইডি রেজ্যুলুশনের ডিসপ্লে থাকায় অনলাইনে ব্রাউজিং কিংবা কনটেন্ট ওয়াচিং, উভয় ক্ষেত্রেই ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে। সুন্দর দেখতে এই ল্যাপটপটিতে ২ মেগাপিক্সেলের একটি ওয়েবক্যাম ও রয়েছে।
AVITA Essential 14 এর স্পেসিফিকেশনঃ
- স্ক্রিন সাইজঃ ১৪ইঞ্চি
- প্রসেসরঃ ইন্টেল সেলেরন এন৪০০
- র্যামঃ ৪জিবি
- এসএসডিঃ ১২৮জিবি
- গ্রাফিক্সঃ ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স ৬০০
- দামঃ ২৫,০০০টাকা
২৬ হাজার টাকায় চিউই ল্যাপটপ – Chuwi HeroBook Pro
আমাদের এই সেরা ল্যাপটপ এর তালিকায় সৌন্দর্য বিবেচনায় অন্য সব ল্যাপটিপের চেয়ে এগিয়ে থাকবে শাওমি এর সাব-ব্র্যান্ড, Chuwi এর HeroBook Pro ল্যাপটপটি। অনেকটা অ্যাপল এর ম্যাকবুক এর ডিজাইনের আদলে তৈরী এই ল্যাপটপটিতে একটি ওয়েবক্যাম ও রয়েছে। ল্যাপটপটির ওজন মাত্র ১.৩৯কেজি হওয়ায় এটি বহন করতেও সুবিধা হয়।
যারা নিয়মিত ট্রাভেল করেন আর চলতি পথে খুব ছোটোখাটো কাজের জন্য একটি ল্যাপটপ এর পাশাপাশি একটি স্টাইলিশ ডিভাইস সাথে রাখতে চান, তাদের জন্য Chuwi HeroBook Pro বাজেটের মধ্যে একটি অসাধারণ পছন্দ হতে পারে।
Chuwi HeroBook Pro এর স্পেসিফিকেশনঃ
- স্ক্রিন সাইজঃ ১৪.১ইঞ্চি
- প্রসেসরঃ ইন্টেল সেলেরন এন৪০০০
- র্যামঃ ৮জিবি
- এসএসডিঃ ২৫৬জিবি
- গ্রাফিক্সঃ ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স ৬০০
- দামঃ ২৬,০০০টাকা
আরো জানুনঃ পুরাতন কম্পিউটার কেনার আগে যে বিষয়গুলো খেয়াল করবেন
২৬ হাজার টাকায় আসুস ল্যাপটপ – Asus X441MA
৩০হাজার টাকার মধ্যে সেরা ল্যাপটপ এর এই তালিকায় আসুস এর একমাত্র ল্যাপটপ হচ্ছে Asus X441MA মডেলের ল্যাপটপটি। সাধারণ ব্যবহারের জন্য এই ল্যাপটপটি একটি অসাধারণ ডিল হতে পারে৷ ল্যাপটপটির ১টিবি হার্ডডিস্ক মাল্টিমিডিয়া কনটেন্ট উপভোগের সুযোগ এ যুক্ত করবে নতুন মাত্রা। এছাড়াও ল্যাপটপটিতে একটি ওয়েবক্যামও রয়েছে।
Asus X441MA এর স্পেসিফিকেশনঃ
- স্ক্রিন সাইজঃ ১৪ইঞ্চি
- প্রসেসরঃ ইন্টেল সেলেরন এন৪০০
- র্যামঃ ৪জিবি
- হার্ড ডিস্কঃ ১টিবি
- গ্রাফিক্সঃ ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স ৬০০
- দামঃ ২৬,৫০০টাকা
২৮ হাজার টাকায় ওয়ালটন ল্যাপটপ – Walton Prelude A9400
যারা ল্যাপটপ এর ক্ষেত্রে এএমডির প্রসেসর পছন্দ করেন, তাদের জন্য Walton রেখেছে ৩০হাজার টাকার মধ্যে ল্যাপটপ এর একটি অসাধারণ প্যাকেজ। এই ল্যাপটপ এর এএমডি প্রসেসরটি ৩.৭০গিগাহার্জ পর্যন্ত পারফরম্যান্স বুস্ট প্রদানে সক্ষম৷
এছাড়াও ২৪০জিবি এসএসডির কল্যাণে সাধারণ সব কাজেও বেটার আউটপুট দিবে ল্যাপটপটি। ল্যাপটপটির সামনে থাকা ২মেগাপিক্সেল এর ক্যামেরা দিয়ে অনলাইন ক্লাস বা ভিডিও মিটিং সাড়া যাবে কোনো সমস্যা ছাড়াই।
Walton Prelude A9400 এর স্পেসিফিকেশনঃ
- স্ক্রিন সাইজঃ ১৪.১ইঞ্চি
- প্রসেসরঃ এএমডি এ৯-৯৪২৫
- র্যামঃ ৪জিবি
- এসএসডিঃ ২৪০জিবি
- গ্রাফিক্সঃ এএমডি রেডিয়ন আর৫
- দামঃ ২৮,৪৯০টাকা
আরো জানুনঃ কম্পিউটার নিয়ে কিছু ভুল ধারণা যা আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে
২৯ হাজার টাকায় অ্যাভিটা ল্যাপটপ – AVITA PURA
এএমডির প্রসেসর আর ২৫৬জিবি এসএসডি নিয়ে আমাদের এই তালিকার আরেক চ্যাম্পিয়ন হলো AVITA এর AVITA Pura ল্যাপটপটি। মাত্র ১.৩৪ কেজি ওজনের এই ল্যাপটপটি দেখতেও বেশ সুন্দর। যার ফলে সাধারণভাবে ঘরে ব্যবহার থেকে শুরু করে ভ্রমণে বহনের জন্যও ল্যাপটপটি বেশ উপযোগী। ল্যাপটপটিতে একটি ওয়েবক্যামও রয়েছে।
Avita Pura এর স্পেসিফিকেশনঃ
- স্ক্রিন সাইজঃ ১৪ইঞ্চি
- প্রসেসরঃ এএমডি এ৯-৯৪২০ই
- র্যামঃ ৮জিবি
- এসএসডিঃ ২৫৬জিবি
- গ্রাফিক্সঃ এএমডি রেডিয়ন আর৫
- দামঃ ২৯,০০০টাকা
৩০ হাজার টাকায় ওয়ালটন ল্যাপটপ – WALTON PRELUDE N41
৩০ হাজার টাকার মধ্যে সেরা ল্যাপটপ এর এই তালিকায় একমাত্র কোয়াড কোর প্রসেসরযুক্ত ল্যাপটপ হলো ওয়ালটন এর Walton Prelude N41 ল্যাপটপটি। কোয়াড কোর প্রসেসর থাকার দরুণ যেসব সফটওয়্যার চালাতে বেশি কোর এর প্রয়োজন পড়ে, সেসব সফটওয়্যার খুব সুন্দরভাবেই কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করা যাবে এই ল্যাপটপে।
এছাড়াও ল্যাপটপটিতে হার্ড ডিস্ক এর বদলে এসএসডি থাকায় ফাইল ট্রান্সফারসহ অন্য সব কাজে ভালো স্পিড লক্ষণীয়। এসবের পাশাপাশি ল্যাপটপটির ফ্রন্টে একটি ২মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে এই ল্যাপটপটিকে ৩০ হাজার টাকার মধ্যে সেরা ল্যাপটপ হিসেবে অসাধারণ পছন্দে পরিণত করেছে ওয়ালটন।
দেশীয় ব্র্যান্ডের ল্যাপটপ হওয়ায় কিবোর্ডে রয়েছে বাংলা ফন্ট লে-আউট যা ল্যাপটপে বাংলা লেখার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য প্রদান করে। এই ল্যাপটপটির পাশাপাশি তালিকার অন্য দুইটি ওয়ালটন ল্যাপটপের কিবোর্ডেও বাংলা ফন্ট এর লে-আউট বিদ্যমান।
WALTON PRELUDE N41 এর স্পেসিফিকেশনঃ
- স্ক্রিন সাইজঃ ১৩.৩ইঞ্চি
- প্রসেসরঃ ইন্টেল জেমিনি লেক এ৪১০০
- র্যামঃ ৪জিবি
- এসএসডিঃ ২৫৬জিবি
- গ্রাফিক্সঃ ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স ৬০০
- দামঃ ২৯,৯৯০টাকা
উল্লেখিত ৯টি ল্যাপটপ এর মধ্যে আপনার সবচেয়ে পছন্দের কোনটি? আমাদের জানান কমেন্ট সেকশনে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
I need a laptop
You can buy one from above if your budget is around BDT 30K.