ফেসবুক একাউন্ট খোলার নিয়ম ২০২৪

প্রতিদিন নতুন নতুন ব্যবহারকারী যুক্ত হচ্ছেন ফেসবুকে। অনেকেরই ফেসবুক আইডি আছে যা অন্য কেউ খুলে দিয়েছে। কে জানে, সম্প্রতি হয়ত আপনি বা আপনার পরিবারের একজন সদস্য ফেসবুকে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন! কিন্তু ফেসবুক একাউন্ট কিভাবে খুলতে হয় বা ফেসবুক আইডি খোলার নিয়ম হয়ত সবার জানা নেই। ফেসবুক একাউন্ট খোলা কিন্তু অনেক সহজ!

চলুন জেনে নিই ফেসবুক এর প্রধান ফিচারসমুহ, ফেসবুক এর সুবিধা-অসুবিধা, ফেসবুক একাউন্ট কিভাবে খুলতে হয় বা ফেসবুক একাউন্ট খোলার নিয়ম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত।

ফেসবুক কি?

ফেসবুক হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম। মূলত অনলাইনে পরিবার এবং বন্ধুদের সাথে সংযোগ স্থাপনে ও বিভিন্ন মুহূর্ত শেয়ার করতে ব্যাপক হারে ব্যবহার করা হয় ফেসবুক। বর্তমানে বিশ্বজুড়ে ২.৮৫ বিলিয়ন ফেসবুক ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে ১.৭৮ বিলিয়ন ব্যবহারকারী দৈনিক একবার হলেও ফেসবুক এ প্রবেশ করে থাকেন।

২০০৪ সালে মার্ক জাকারবার্গ যখন ফেসবুক তৈরী করেছিলেন তখন শুধুমাত্র হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওয়েবসাইটটি ব্যবহার করতে পারতো। ২০০৬ সাল থেকে ১৩ বছরের বা তার বেশি বয়সের যেকেউ ইমেইল আইডি দিয়ে ফেসবুক এ যোগ দেওয়ার ফিচার যুক্ত করা হয়। বর্তমানে ইমেইল বা ফোন নাম্বার, যেকোনো একটি ব্যবহার করে ফেসবুক একাউন্ট খোলা যায়।

ফেসবুক আইডি এর প্রধান ফিচারসমুহ

সামাজিক যোগাযোগ মাধ্যম হলেও ফেসবুক এখন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং সংস্থার অন্যতম প্রধান প্রচারমূলক চ্যানেল। ফেসবুক এ সবসময়ই নতুন নতুন ফিচার যোগ হচ্ছে। তবে ফেসবুক এর এমন কিছু মুখ্য ফিচার রয়েছে যেগুলোর আংগিকেই মূলত সাইটটি সাজানো। ফেসবুক প্রধান ফিচারসমুহঃ

  • নিউজ ফিডঃ একজন ব্যবহারকারীর ফলো করা পেজ, প্রোফাইল ও গ্রুপ এর পোস্টসমুহ নিউজ ফিডে প্রদর্শিত হয়। এটি হচ্ছে ফেসবুকে লগইন করলে যে মূলপাতা বা হোমপেজটি দেখা যায় সেটি। একজন ফেসবুক ব্যবহারকারীর অধিকাংশ সময় কাটে নিউজ ফিডেই।
  • ফ্রেন্ডঃ অন্য ফেসবুক ব্যবহারকারীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে তাকে ফ্রেন্ড বা বন্ধু হিসেবে এড করা যায়। বন্ধু হিসেবে যুক্ত হওয়ার পর একে অপরের পোস্টকৃত আপডেট সরাসরি নিউজ ফিডে দেখতে পান ব্যবহারকারীগণ।
  • টাইমলাইনঃ টাইমলাইন হচ্ছে ব্যবহারকারী বা পেজ দ্বারা করা সকল পোস্ট এর একটি আর্কাইভ। মূলত সকল পোস্ট টাইমলাইনে তারিখ অনুসারে সাজানো থাকে। প্রোফাইল পেজগুলোই হচ্ছে টাইমলাইন।
  • লাইক/রিয়েকশনঃ লাইক বা রিয়েকশন এর মাধ্যমে কোনো পোস্টে একজন ব্যবহারকারী তার মতামত বা অনুভূতি প্রকাশ করতে পারেন।
  • মেসেজ/ইনবক্সঃ ফেসবুক এর মাধ্যমে করা ব্যক্তিগত মেসেজ বা গ্রুপ চ্যাটসমুহ জমা থাকে ইনবক্সে।
  • গ্রুপঃ কোনো একটি বিষয়ের উপর ভিত্তি করে ব্যবহারকারীদের ফোরামকে বলা হচ্ছে গ্রুপ। ফেসবুক গ্রপসমুহে লিংক, মিডিয়া সহ অনেক ধরণের পোস্ট করা যায়।
  • স্টোরিঃ স্টোরি হচ্ছে ব্যবহারকারীদের দ্বারা পোস্টকৃত ছবি বা শর্ট ভিডিও যা ২৪ ঘণ্টা পর অদৃশ্য হয়ে যায়।

ফেসবুক এর সুবিধা

ভালো হোক কিংবা মন্দ, ফেসবুক অনেকের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশে পরিণত হয়েছে। এর কারণ হচ্ছে ফেসবুক এর সব ফিচার ও তার মাধ্যমে মানুষের জন্য তৈরী হওয়া বিভিন্ন সুবিধা। ফেসবুক এর উল্লেখযোগ্য সুবিধাসমুহ হলোঃ

  • বন্ধু ও পরিবারের সাথে খুব সহজেই যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা সম্ভব হচ্ছে
  • নিজের সাথে ঘটে যাওয়া মজার ঘটনা কিংবা স্বৃতি পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করা যায়
  • পৃথিবীর কোন প্রান্তে কি হচ্ছে তার খবর পাওয়া যাচ্ছে ঘরে বসেই
  • গ্রুপ কিংবা পেজ এর মাধ্যমে একই ধ্যান-ধারণা ও মতাদর্শের মানুষের সাথে সংযুক্ত হওয়া যাচ্ছে
  • পছন্দের সেলিব্রিটি বা তারকাদের কাছ থেকে আপডেট পাওয়া যাচ্ছে
  • অনলাইনে খুব সহজেই ব্র্যান্ড ও ব্র্যান্ডের জন্য ক্রেতা তৈরি সম্ভব হচ্ছে

👉 ফেসবুক থেকে আয় করার উপায়

ফেসবুক এর অসুবিধা

সুবিধার পাশাপাশি ফেসবুকের অসুবিধাও রয়েছে। বিগত সময়ে ফেসবুক এ ব্যবহারকারীর ডাটা নিয়ে নিরাপত্তার অভাবের সংকোচে এই সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিলিট করে দিয়েছেন অনেক ব্যবহারকারী। ফেসবুক এর কিছু উল্লেখযোগ্য অসুবিধা হলোঃ

  •  ফেসবুক এ অতিরিক্ত ব্যক্তিগত তথ্য শেয়ার করার ফলে নিরাপত্তাজনিত সমস্যায় পড়েন ব্যবহারকারীগণ
  • ফেইক প্রোফাইলের ভিড়ে ফেসবুকে আসল একাউন্ট বা পেজ চেনা অনেক সময় ঝামেলার একটি কাজ
  • ফেসবুক অতিরিক্ত ব্যবহারের ফলে প্রচুর মূল্যবান সময় নষ্ট হয়
  • ফেসবুক এর মাধ্যমে ভুল লিংক বা সফটওয়্যার ডাউনলোডে ভাইরাস ও ম্যালওয়্যার ছড়ানোর সম্ভাবনা থাকে
  • আসল থেকেও ভুয়া তথ্য বেশি দ্রুত ছড়াতে পারে এই মাধ্যমে

ফেসবুক একাউন্ট খুলতে কি কি লাগে

ফেসবুক একাউন্ট খুলতে যা যা লাগেঃ

  • ইন্টারনেট সংযোগ
  • মোবাইল বা কম্পিউটার
  • ইমেইল একাউন্ট বা মোবাইল নাম্বার

উল্লেখ্য যে, নতুন ফেসবুক একাউন্ট খোলার ক্ষেত্রে ব্যবহারকারীর বয়স অন্তত ১৩ বছর হতে হবে।

ফেসবুক অ্যাপস ডাউনলোড

ফেসবুক ব্যবহার এর জন্য ফেসবুক এর তরফ থেকে একাধিক অ্যাপ রয়েছে। ফেসবুক এ চ্যাট করার জন্য রয়েছে মেসেঞ্জার অ্যাপ। এছাড়াও লো-এন্ড ডিভাইসের জন্য রয়েছে ফেসবুক লাইট, যাতে ফেসবুক এর সব ফিচার ব্যবহার করা যায় একটি ছোট অ্যাপেই। এছাড়াও রয়েছে মেসেঞ্জার লাইট।

ফেসবুক অ্যাপ ডাউনলোড করুনঃ অ্যান্ড্রয়েড \ আইওএস

ফেসবুক লাইট ডাউনলোড করুনঃ অ্যান্ড্রয়েড \ আইওএস

মেসেঞ্জার অ্যাপ ডাউনলোড করুনঃ অ্যান্ড্রয়েড \ আইওএস

মেসেঞ্জার লাইট অ্যাপ ডাউনলোড করুনঃ অ্যান্ড্রয়েড

উল্লিখিত ফেসবুক অ্যাপ সমুহ আইফোন ও অ্যান্ড্রয়েড, উভয় প্ল্যাটফর্মের জন্যই বিদ্যমান। তবে আইফোনের জন্য মেসেঞ্জার লাইট অ্যাপ নেই।

মোবাইলে ফেসবুক আইডি কিভাবে খুলতে হয়

মোবাইল দিয়ে ফেসবুক একাউন্ট একাউন্ট খোলা যাবে ফেসবুক অ্যাপ বা ব্রাউজার ব্যবহার করে। মোবাইলে ফেসবুক একাউন্ট খুলতে হলেঃ

  • ফেসবুক অ্যাপে প্রবেশ করুন বা ব্রাউজার থেকে Facebook.com এ প্রবেশ করুন
  • Create New Account বাটনে চাপ দিন
  • এরপর Next চাপুন
  • এরপর আপনার নামের প্রথম অংশ First Name বক্সে ও শেষের অংশ Last Name বক্সে লিখুন
  • এরপর জন্মতারিখ সিলেক্ট করুন
  • লিঙ্গ সিলেক্ট করুন
  • ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস প্রদান করুন
  • এরপর ফেসবুক একাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিন। ছোটহাত বড়হাতের অক্ষর, চিহ্ন এবং সংখ্যা মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করতে পারলে সেগুলো শক্তিশালী পাসওয়ার্ড হবে, যা হ্যাক হওয়ার ঝুঁকি কম থাকবে। পাসওয়ার্ড হুবহু মনে রাখতে হবে, তা না হলে পরে আর লগইন করতে পারবেন না। পাসওয়ার্ড লিখে Next এ ক্লিক করুন
  • এরপর Log in with one tap অপশন শো করলে আপনার পছন্দেরটি সিলেক্ট করুন, যার মাধ্যমে পরবর্তীতে এক ক্লিকেই ফেসবুকে একাউন্টে লগিন করা যাবে
  • এরপর আপনার দেওয়া ইমেইল বা ফোন নাম্বারে একটি মেইল বা মেসেজ যাবে
  • মেইল বা মেসেজে পাওয়া কোডটি ফেসবুকে প্রদান করে Confirm চাপুন
  • এরপর ফেসবুক থেকেই আপনার আশেপাশের কিছু মানুষকে ফ্রেন্ড হিসেবে এড করতে বলা হবে
  • প্রদর্শিত কাউকে এড করতে না চাইলে Skip চাপতে পারেন
  • এরপর প্রোফাইল পিকচার আপলোড করতে বলা হবে, যা চাইলে তৎক্ষণাৎ বা পরেও করতে পারবেন

উল্লিখিত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার নতুন ফেসবুক একাউন্ট তৈরী হয়ে যাবে।

আরো জানুনঃ যেভাবে সাজাবেন আপনার ফেসবুক প্রোফাইল ও নিউজফিড

কম্পিউটারে ফেসবুক একাউন্ট কিভাবে খুলতে হয়

কম্পিউটার থেকে ফেসবুক একাউন্ট খোলার নিয়ম অনেকটা মোবাইল থেকে ফেসবুক আইডি খোলার মতোই। কম্পিউটার থেকে ফেসবুক একাউন্ট খুলতেঃ

  • ব্রাউজার থেকে Facebook.com এ প্রবেশ করুন
  • Create New Account লেখায় ক্লিক করুন
ফেসবুক একাউন্ট খোলার নিয়ম create facebook account desktop
নতুন ফেসবুক আইডি খোলার ফরম
  • ফেসবুক একাউন্ট কি নামে খুলতে চান সেটি লিখুন
  • ফোন নাম্বার বা ইমেইল এড্রেস লিখুন
  • নতুন পাসওয়ার্ড দিন
  • জন্মতারিখ সিলেক্ট করুন
  • লিঙ্গ সিলেক্ট করুন
  • Sign Up এ ক্লিক করুন
  • এরপর ইমেইল বা মেসেজে পাওয়া কোড প্রদান করলেই আপনার ফেসবুক একাউন্ট খুলে যাবে

আরো জানুনঃ

👉 ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

👉 ফেসবুক ইমেইল পরিবর্তন করার উপায়

ফেসবুক এর বিকল্প

ফেসবুক যদি আপনার পছন্দ না হয়, তবে মেসেজিং ও কল এর জন্য বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম এর মতো অ্যাপ। ফেসবুক এর কয়েকটি সেরা বিকল্প মেসেজিং ও কলিং সার্ভিস হলো – স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, ভাইবার ইত্যাদি। ফেসবুক মেসেঞ্জার সহ এমন ১০টি মেসেজিং ও কলিং অ্যাপ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

ফেসবুক একাউন্ট বা ফেসবুক আইডি কিভাবে খুলতে হয় – এর পাশাপাশি ফেসবুক ব্যবহারের ভালো খারাপ দিক ও জানা গেলো। আপনি যদি প্রযুক্তি প্রেমী হোন, তবে বাংলাটেক এর ফেসবুক পেজে লাইক দিতে পারেন।

আপনি কি ফেসবুক ব্যবহার করেন? আমাদের জানান কমেন্ট সেকশনে। এছাড়াও ফেসবুক সম্পর্কিত আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

3 comments

    • আরাফাত বিন সুলতান Reply

      আপনাকে অনেক ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *