মোবাইলে সর্বনিম্ন কলরেট ৪৫ পয়সা নির্ধারণ করল বিটিআরসি

বাংলাদেশে সকল মোবাইল ফোন অপারেটরের সর্বনিম্ন কলরেট প্রতি মিনিট ৪৫ পয়সা নির্ধারণ করে তা সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর করার নির্দেশনা দিয়েছে বিটিআরসি। অর্থাৎ, ১৪ আগস্ট ২০১৮ প্রথম প্রহর থেকেই নতুন এই কলরেট কার্যকর হবে। নতুন এই ট্যারিফ পলিসিতে বিটিআরসি দেশের সব মোবাইলের জন্য সর্বোচ্চ কলরেট ২ টাকা নির্ধারণ করে দিয়েছে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এই নির্দেশনায় এক অপারেটর থেকে অন্য অপারেটরে আলাদা কোনো ট্যারিফ থাকছেনা। বরং সকল অপারেটরের মোবাইলেই সর্বনিম্ন ৪৫ পয়সা/মিনিট ও সর্বোচ্চ ২ টাকা/মিনিট রেট পাওয়া যাবে।

এর আগে নিজস্ব অপারেটরে (অন-নেট) সর্বনিম্ন ২৫ পয়সা/মিনিট ও অন্য অপারেটরে (অফ-নেট) ৬০ পয়সা/মিনিট নিম্নসীমা ছিল।

সর্বনিম্ন কলরেট

ইতোমধ্যেই মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন মেসেজ দিয়ে নতুন এই ট্যারিফের কথা জানিয়েছে। অন্যরাও জানাচ্ছে। গ্রামীণফোন তাদের সাইটে এ সংক্রান্ত একটি নোটিস দিয়ে দিয়েছে।

উপরোক্ত ট্যারিফের সাথে ভ্যাট ও অন্যান্য শুল্ক প্রযোজ্য হবে। এখন দেখা যাক কোন অপারেটর কেমন রেট দেয়। আপডেট পেতে আমার সাথেই থাকুন।

কেমন লাগল নতুন এই কলরেট? কমেন্টে জানান!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *