বাংলাদেশে সকল মোবাইল ফোন অপারেটরের সর্বনিম্ন কলরেট প্রতি মিনিট ৪৫ পয়সা নির্ধারণ করে তা সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর করার নির্দেশনা দিয়েছে বিটিআরসি। অর্থাৎ, ১৪ আগস্ট ২০১৮ প্রথম প্রহর থেকেই নতুন এই কলরেট কার্যকর হবে। নতুন এই ট্যারিফ পলিসিতে বিটিআরসি দেশের সব মোবাইলের জন্য সর্বোচ্চ কলরেট ২ টাকা নির্ধারণ করে দিয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এই নির্দেশনায় এক অপারেটর থেকে অন্য অপারেটরে আলাদা কোনো ট্যারিফ থাকছেনা। বরং সকল অপারেটরের মোবাইলেই সর্বনিম্ন ৪৫ পয়সা/মিনিট ও সর্বোচ্চ ২ টাকা/মিনিট রেট পাওয়া যাবে।
এর আগে নিজস্ব অপারেটরে (অন-নেট) সর্বনিম্ন ২৫ পয়সা/মিনিট ও অন্য অপারেটরে (অফ-নেট) ৬০ পয়সা/মিনিট নিম্নসীমা ছিল।
ইতোমধ্যেই মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন মেসেজ দিয়ে নতুন এই ট্যারিফের কথা জানিয়েছে। অন্যরাও জানাচ্ছে। গ্রামীণফোন তাদের সাইটে এ সংক্রান্ত একটি নোটিস দিয়ে দিয়েছে।
উপরোক্ত ট্যারিফের সাথে ভ্যাট ও অন্যান্য শুল্ক প্রযোজ্য হবে। এখন দেখা যাক কোন অপারেটর কেমন রেট দেয়। আপডেট পেতে আমার সাথেই থাকুন।
কেমন লাগল নতুন এই কলরেট? কমেন্টে জানান!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।