আইপ্যাড এয়ারের চেয়েও পাতলা গ্যালাক্সি ট্যাব এস২ আনলো স্যামসাং

galaxy tab s2 image3

নতুন দুই মডেলের গ্যালাক্সি ট্যাব এস২ এন্ড্রয়েড ট্যাবলেট লঞ্চ করেছে স্যামসাং। এগুলোর পুরুত্ব মাত্র ৫.৬ মিলিমিটার, যা কিনা অ্যাপলের আইপ্যাড এয়ার ২ ট্যাবলেটের চেয়ে ০.৬ মিলিমিটার কম।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস২ ডিভাইসগুলো দুটি ভিন্ন সাইজের অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে আসবে। একটির স্ক্রিন সাইজ হবে ৯.৭ ইঞ্চি এবং অপরটির ৮ ইঞ্চি। উভয় আকৃতির ডিভাইসের স্ক্রিন রেস্যুলেশন হবে একই, ২০৪৮x১৫৩৬ পিক্সেল।

৯.৭ ইঞ্চি স্ক্রিনের গ্যালাক্সি ট্যাব এস২ এর বিস্তারিত স্পেসিফিকেশন

  • সুপার অ্যামোলেড ৯.৭ ইঞ্চি (২০৪৮ x ১৫৩৬পি) স্ক্রিন
  • এলটিই ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস
  • কোয়াড ১.৯ গিগাহার্টজ + কোয়াড ১.৩ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর
  • ৩ জিবি র‍্যাম, ৩২/৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট
  • এন্ড্রয়েড ৫.০ ললিপপ ওএস
  • ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • এক্সেলেরোমিটার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আরজিবি প্রভৃতি সেন্সর
  • ৫৮৭০ এমএএইচ ব্যাটারি

৮ ইঞ্চি স্ক্রিনের গ্যালাক্সি ট্যাব এস২ এর বিস্তারিত স্পেসিফিকেশন

  • সুপার অ্যামোলেড ৮ ইঞ্চি (২০৪৮ x ১৫৩৬পি) স্ক্রিন
  • এলটিই ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস
  • কোয়াড ১.৯ গিগাহার্টজ + কোয়াড ১.৩ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর
  • ৩ জিবি র‍্যাম, ৩২/৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট
  • এন্ড্রয়েড ৫.০ ললিপপ ওএস
  • ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • এক্সেলেরোমিটার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আরজিবি প্রভৃতি সেন্সর
  • ৪০০০ এমএএইচ ব্যাটারি

স্যামসাংয়ের এই নতুন দুই ট্যাবলেট আন্তর্জাতিক বাজারে আসবে আগস্টে। আপনি চাইলে শুধুমাত্র ওয়াইফাই ভার্সন কিংবা ওয়াইফাই+এলটিই ভার্সন কিনতে পারবেন। এগুলোর দাম কত হবে তা জানায়নি কোম্পানিটি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *