গুগলের সস্তা ক্রোমবুক ল্যাপটপের সাথে লড়াই করার উদ্দেশ্যে সস্তায় উইন্ডোজ ভিত্তিক ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। কোম্পানিটির সিওও কেভিন টার্নার জানিয়েছেন, মাইক্রোসফটের সহযোগিতায় এইচপি, তোশিবা ও অ্যাসার এবছরই সস্তায় বেশ কিছু মডেলের ল্যাপটপ বাজারে ছাড়বে।
চলতি বছরের শেষদিকে বিক্রি শুরু হতে যাওয়া এসব ডিভাইসের মধ্যে রয়েছে এসার অ্যাস্পায়ার ই৩১, যার মূল্য ২৪৯ ডলার। এই উইন্ডোজ ল্যাপটপে থাকছে ২.১৬ গিগাহার্টজ ইনটেল সেলেরন প্রসেসর, ৫০০জিবি হার্ডডিস্ক, ৪জিবি র্যাম ও ১৫.৬ ইঞ্চি স্ক্রিন।

মাইক্রোসফটের ঐ কর্মকর্তা আরও জানিয়েছেন, আগামী নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে এইচপি আনবে ৯৯ ডলারের ৭-৮ ইঞ্চি সস্তা উইন্ডোজ ল্যাপটপ সিরিজ। এছাড়া এইচপির আরও বেশি মূল্যের মডেল তো থাকবেই। তবে এগুলোর স্পেসিফিকেশন জানানো হয়নি।
গুগল ক্রোমবুকের দাম কম হলেও এর বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মাইক্রোসফট। রেডমন্ডের প্রেজেন্টেশনে ক্রোমবুকের যেসব প্রতিবন্ধকতা তুলে ধরা হয়েছে তা হল, ক্রোমবুকে একইসঙ্গে ন্যাটিভ ও ওয়েব অ্যাপ চালানো যায়না, ক্রোমবুক ইটারনেট ছাড়া অর্থাৎ অফলাইনে ভাল কাজ করতে পারেনা, ক্রোমবুকের ড্রাইভার কম্প্যাটিবিলিটি কম ইত্যাদি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।

আমাদের যেকোনো প্রশ্ন করুন!