ব্রাজিলের যত কান্না . . .

এবারের বিশ্বকাপ ফুটবল আসরে ব্রাজিলের দুঃখ শুরু থেকেই। বিশ্বের অন্যতম বড় অর্থনীতি হলেও সম্পদ বণ্টনে বৈষম্য, মূল্যস্ফীতি, দুর্নীতি প্রভৃতির কারণে সমস্যাগ্রস্ত এই দেশে ২০১৪ এর ফিফা বিশ্বকাপ আয়োজন চাননি ব্রাজিলের অনেকেই। সেই থেকেই ব্রাজিলে বিশ্বকাপ নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব শুরু।

তারপরেও, শিরোপা জিতলে হয়ত এর অনেকাংশই ভুলে গিয়ে আনন্দে মেতে উঠত ব্রাজিলিয়ানরা। কিন্তু কোয়ার্টার ফাইনালে নেইমারের আঘাতপ্রাপ্তি ও টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় ব্রাজিলবাসী আরও হতাশায় ডুবে গেল। সেইসাথে হলুদ কার্ড পেয়ে ম্যাচের বাইরে থাকা সিলভা’র অভাব তো ছিলই।

কিন্তু চূড়ান্ত বিপর্যয় নেমে আসে সেমিফাইনাল ম্যাচটি শুরুর পরে। বাংলাদেশ সময় ৮ জুলাই মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে শুরু হওয়া এই খেলার প্রথম ২৯ মিনিটের মধ্যেই পাঁচ পাঁচটি গোল দেয় জার্মানি।

শেষ পর্যন্ত ৭-১ ব্যাবধানে জয়ী হয় জার্মানী। আর এর মাধ্যমে ব্রাজিলের ‘হেক্সা’ বিশ্বকাপের স্বপ্ন চরম লজ্জাজনকভাবে ধূলিসাৎ হয়ে যায়। এখানে গত রাতের ঐ ম্যাচের কিছু হৃদয়বিদারক ছবি পোস্ট করা হল।

rteter

… কিন্তু এই শিরোপা ঠিকই ফাঁকি দিয়ে গেলো ব্রাজিলকে

হতাশাগ্রস্ত এক ব্রাজিলভক্ত…

মাঠ থেকে গ্যালারি- সবখানেই ব্রাজিলের কান্না ছিল গতরাতে

‘আরও একটি গোল পড়ল ব্রাজিলের জালে’- হয়ত এটাই ভাবছেন এই ব্রাজিল ফ্যান

আবারও মাঠে…

হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি…

এতক্ষণে সব আশা শেষ…

ঘটনাক্রমে একই ফ্রেমে বিজয়ী ও পরাজিত দুই দলের সমর্থক!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *