‘দ্রুত সেরে উঠো বন্ধু, নেইমার’- মেসি

এতক্ষণে নিশ্চয়ই জানেন, কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ম্যাচে পিঠে আঘাত পেয়ে বিশ্বকাপ ফুটবলের এবারের বাকী আসর থেকে ছিটকে পড়েছেন ব্রাজিলের তারকা নেইমার। তার মেরুদণ্ডের কশেরুকায় চিড় ধরা পড়েছে বলে জানা গেছে। অস্ত্রোপচার না লাগলেও সুস্থ হয়ে উঠতে কমপক্ষে কয়েক সপ্তাহ সময় লাগবে নেইমারের।

ব্রাজিলভক্তদের জন্য এটা নিঃসন্দেহে বড় একটা দুঃসংবাদ। সেইসাথে ফুটবলপ্রেমী সবারই এই ঘটনায় সমব্যাথী হওয়ার কথা। আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি’ও সমবেদনা-শুভাকাঙ্ক্ষা প্রকাশ করেছেন নেইমারের প্রতি। মেসি তার অফিসিয়াল ফেসবুক ফ্যানপেজ এক পোস্টে লিখেছেন

“Neymar, ¡espero que te recuperes muy pronto, amigo!

Get well soon my friend, Neymar Jr.

– LIO”

অর্থাৎ, ‘দ্রুত সেরে উঠো আমার বন্ধু, নেইমার’

সেইসাথে দুই ফুটবলারের একসঙ্গে তোলা একটি ছবিও রয়েছে।

messi post

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *