এবছরই আসছে উইন্ডোজ ৯ প্রিভিউ?

মাইক্রোসফট বর্তমানে উইন্ডোজ ৮.১ এর দ্বিতীয় আপডেট উন্নয়নের কাজে ব্যস্ত হলেও কোম্পানিটি উইন্ডোজ ৯ এর ব্যাপারেও বেশ তৎপর। জেডডিনেট এর এক প্রতিবেদন জানাচ্ছে, আগামী বছর উইন্ডোজ ৯ এর চূড়ান্ত ভার্সন মুক্তি পাবে। এর আগে চলতি বছরই উইন্ডোজ ৯ এর প্রিভিউ সংস্করণ সরবরাহ করবে রেডমন্ড। এমনটিই জানাচ্ছে সূত্রগুলো।

উইন্ডোজ ৯ জনপ্রিয় করতে ওএসটিতে উইন্ডোজ ৭ এর মত সাধারণ স্টার্ট মেন্যু আনতে পারে মাইক্রোসফট। জানা গেছে, নতুন এই উইন্ডোজ সংস্করণের আভ্যন্তরীণ নাম দেয়া হয়েছে ‘থ্রেশোল্ড’।

উইন্ডোজ ৯ বা থ্রেশোল্ডে ডিফল্টভাবে উইন্ডোজ সেভেনের মত স্টার্ট মেন্যু দেয়া হলেও এতে বর্তমান উইন্ডোজ ৮ এর মত ‘মেট্রো স্টাইল’ এর টাইলস ভিত্তিক স্টার্ট স্ক্রিন চালু করার অপশন দিতে পারে রেডমন্ড।

এছাড়া উইন্ডোজের পরবর্তী ভার্সনে সাধারণ ডেস্কটপ সফটওয়্যারের পাশাপাশি একই ইন্টারফেসে মেট্রো অ্যাপ চালানোর সুবিধাও থাকবে বলে জানা যাচ্ছে।

এদিকে, আগস্টেই উইন্ডোজ ৮.১ আপডেট ২ মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। এতে বাগ ফিক্স ও ছোটখাটো কিছু ইউআই টুইক থাকবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *