ইউটিউবে প্রতি মিনিটে যা ঘটছে

গুগলের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ক্রমেই আরও জনপ্রিয় হয়ে উঠছে। যাদের ইন্টারনেট স্পিড ভাল, তারা অনেকটা ফেসবুকের মতই ব্যবহার করছেন ইউটিউব। ভিডিও শেয়ার করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত এই সাইটটি নিয়ে সম্প্রতি এক ইনফোগ্রাফিক প্রকাশ করেছে সোশ্যালটাইমস। চলুন জেনে নিই প্রতি ৬০ সেকেন্ড বা ১ মিনিট সময়ে ইউটিউবে কী ঘটছে।

প্রতি মিনিটে ব্যবহারকারীরা ১০০ ঘন্টা ভিডিও আপলোড করছেন ইউটিউবে। ১ মিনিটে কমপক্ষে ২,৭৭৭,৭৭৭ টি ভিডিও দেখা হচ্ছে ইউটিউবে।

ইউটিউবের কপিরাইট চেকিং সিস্টেম ‘কনটেন্ট আইডি’ মিনিটে ১৪৬,০০০ ঘন্টা ভিডিও স্ক্যান করছে। প্রতিদিন ৪০০ বছরের সমান ভিডিও স্ক্যান করছে ইউটিউব

প্রতি মিনিটে লোকজন ১৩৮৮ টি নতুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছেন। জনপ্রিয় গেমিং ইউটিউব চ্যানেল ‘পিউডাইপাই’ প্রতি মিনিটে ইউটিউব অ্যাড থেকে ১৩.৩১ ডলার আয় করছে, বছরে যা ৭ মিলিয়নের সমান।

ইউটিউবের আরেকজন সেনসেশন জেনা মারবেলস এখানে অ্যাড থেকে প্রতি মিনিটে ৮.১৮ ডলার আয় করছেন। আর ইউটিউব নিজে প্রতি মিনিটে আয় করছে প্রায় ১০,৬৫৪.৪৯ মার্কিন ডলার।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *