বাংলালিংক নিয়ে এলো কুইজ খেলে হেলিকপ্টার চড়ে পদ্মা সেতুর অ্যারিয়াল ভিউ দেখা দুর্দান্ত সুযোগ। MyBL অ্যাপের মাধ্যমে কুইজ খেলে বাছাইকৃত দ্রুততম উত্তরদাতাগণ পেয়ে যাবেন হেলিকপ্টারে চড়ে পদ্মা সেতু দেখার সুযোগ। MyBL অ্যাপ এর মাধ্যমে কুইজ প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন ও অংশগ্রহণ করা যাবে। এই পোস্টে বাংলালিংক এর এই অসাধারণ কুইজ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানবেন।
বাংলালিংক কুইজ প্রতিযোগিতা ২০২২
বাংলালিংক নিয়ে এসেছে কুইজ প্রতিযোগিতা, যা জিতলে পাওয়া যাবে হেলিকপ্টারে চড়ে পদ্মা সেতুর অ্যারিয়াল ভিউ উপভোগ করার সুযোগ। দ্রুততম সময়ে নির্দিষ্ট প্রশ্নের উত্তর প্রদান করে অংশগ্রহণকারীদের মধ্যে ১০জন পেয়ে যাবেন হেলিকপ্টারে চড়ে পদ্মাসেতু দেখার সুযোগ। MyBL অ্যাপের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। বাংলাদেশে বসবাসরত বাংলালিংক সিম এর সকল গ্রাহক শর্ত মেনে এই কুইজ প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন ও অংশগ্রহণ করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম
- প্রথমে মোবাইলে MyBL অ্যাপ ডাউনলোড করুন
- MyBL অ্যাপে রেজিস্ট্রেশন করুন
- রেজিস্ট্রেশনের পর পপ কুইজে অংশগ্রহণের বিষয়টি পপ-আপ থেকে “হ্যাঁ” নির্বাচন করে সম্মত হতে হবে
- এবার কুইজের রেজিস্ট্রেশন পেজ দেখতে পাবেন যেখানে নাম, লিঙ্গ, ও মোবাইল নাম্বারসহ ব্যক্তিগত তথ্য সরবরাহ করুন এবং “জমা দিন” অপশনে ট্যাপ করুন
- এবার ফোনে একটি ওটিপি কোড পাবেন এসএমএস এর মাধ্যমে। ওটিপি ভেরিফিকেশন হওয়ার পর প্রশ্ন/উত্তর পেজ দেখতে পাবেন
- এবার পদ্মা সেতু সম্পর্কে ৫টি বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্ন করা হবে
- সকল কুইজের উত্তর প্রদান করা হয়ে গেলে কুইজের উত্তর জমা দিতে “শেষ” বাটনে ট্যাপ করুন
- “শেষ” বাটনে ট্যাপ করে কুইজের উত্তর জমা দেওয়ার পর “আপনার উত্তর জমা দেওয়া হয়েছে৷ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। বিজয়ীদের এসএমএস এর মাধ্যমে জানানো হবে” এসএমএস পাবেন
এভাবে খুব সহজে বাংলালিংক কুইজ প্রতিযোগিতায় এন্ট্রি নিয়ে কুইজ খেলে জিতে নিতে পারেন হেলিকপ্টারে চড়ে পদ্মা সেতু দেখার সুযোগ।
বিজয়ী নির্বাচন হবে যেভাবে
আমরা ইতিমধ্যে জেনেছি সবচেয়ে কম সময়ে সকল কুইজের সঠিক উত্তরদাতা ১০জন বিজয়ী হিসেবে নির্বাচিত হবেন। অর্থাৎ এই কুইজ জিততে সবচেয়ে দ্রুত ৫টি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করতে হবে। মোট ১০জন কম সময়ে উত্তরদাতা বিজয়ী হিসেবে নির্বাচিত হবেন।
একাধিক অংশগ্রহণকারীর মধ্যে যদি টাই (Tie) হয়, সেক্ষেত্রে যে ব্যাক্তি আগে MyBL অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন তাকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে। এই পদ্ধতিতে যদি বিজয়ী নির্বাচন করা না যায়, তবে যে ব্যক্তি প্রথমে বাংলালিংক এর গ্রাহক হিসেবে রেজিস্টার্ড হয়েছেন তিনি বিজয়ী হিসেবে নির্বাচিত হবেন।
👉 ডাটা না কিনলেও ফেসবুক চলবে বাংলালিংক সিমে
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
শর্তসমূহ
বাংলালিংক এর এই কুইজে অংশগ্রহণ করতে হলে অবশ্যই বাংলালিংক প্রদত্ত নিয়ম মেনে চলতে হবে। এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে অংশগ্রহণকারীকে অবশ্যই বাংলালিংক গ্রাহক হতে হবে ও বাংলাদেশে বসবাসরত হতে হবে। বাংলালিংক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ক্ষেত্রে শর্তসমূহ হলোঃ
- বয়স ১৮বছরের বেশি হতে হবে
- উন্মাদ ব্যাক্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না
- অংশগ্রহণকারী ও সিম এর রেজিস্ট্রেশন একই ব্যক্তির নামে হতে হবে
- MyBL অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে
- কোনো ধরনের অপারাধে গ্রেফতার কিংবা দোষী সাব্যস্ত হলে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না
- অংশগ্রহণকারীকে নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে ও কোনো ধরনের ফৌজদারি বা সিভিল আইনি প্রক্রিয়ায় জড়িত থাকলে হবেনা
- বাংলালিংক ম্যানেজমেন্টের লোক, কর্মচারী, ডিরেক্টর বা কনট্রাকটর; অথবা ম্যানেজমেন্টের পরিবারের সদস্য, কর্মচারী; বাংলালিংক, বিপি, জেনেক্স লিমিটেডের ডিরেক্টর বা কনট্রাকটর এবং তাদের সংশ্লিষ্ট সংস্থা বা অন্যান্য সংস্থা, ফার্ম বা কোম্পানি, ডিস্ট্রিবিউটর রিটেইলার, আরএসও যারা প্রচারের সাথে যুক্ত ব্যাক্তিগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না
MyBL অ্যাপ-এর ফ্রি কুইজ প্রতিযোগিতায় অংশ নিন ২৫ জুলাই থেকে ৩১ জুলাই এর মধ্যে। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণ এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন তারা কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন কিনা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উল্লেখিত সকল নিয়ম ও শর্তাবলী মেনে চলা বাধ্যতামূলক। আরও জানতে পারেন বাংলালিংকের অফিসিয়াল পেজ থেকে।
👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
Ok
good job