এই পোস্টে স্যামসাং একাউন্ট কি, স্যামসাং একাউন্ট এর সুবিধা ও ফিচার, এবং স্যামসাং একাউন্ট তৈরির নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবেন।
স্যামসাং একাউন্ট কি?
বর্তমানে প্রায় প্রতিটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্যবহারকারীদের এক্সক্লুসিভ সুবিধা প্রদানে উক্ত ব্র্যান্ডের একাউন্ট তৈরির অপশন প্রদান করে। অ্যাপল ডিভাইসগুলোতে অ্যাপল আইডি বা অ্যাপল একাউন্ট ব্যবহার বাধ্যতামূলক হলেও অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে এই ফিচার অপশনাল। স্যামসাং ব্যবহারকারীদের জন্য স্যামসাং অফার করে স্যামসাং একাউন্ট, যার মাধ্যমে স্যামসাং প্রদত্ত অনেক এক্সক্লুসিভ সুবিধা পাওয়া যায়।
স্যামসাং একাউন্টের সুবিধা
স্যামসাং একাউন্টের অনেক সুবিধা রয়েছে, যেমনঃ
- ফোনের লোকেশন খুঁজে বের করা
- রিমোটলি ফোন লক, আনলক বা রিসেট করা
- স্যামসাং পে, বিক্সবি, স্যামসাং হেলথ ও স্যামসাং পাস এর মত এক্সক্লুসিভ অ্যাপ এর অ্যাকসেস পাওয়া যায়
- ডাটা ও ফটো গ্যালারি ব্যাকাপ রাখা যায়
স্যামসাং একাউন্ট তৈরির পর উল্লেখিত সকল স্যামসাং সার্ভিস ব্যবহার করা যাবে বেশ সহজে
স্যামসাং একাউন্টের ফিচারসমূহ
সাপোর্টেড টিভি, স্যামসাং গিয়ার, কম্পিউটার, ইত্যাদিতে ব্যবহার করা যাবে স্যামসাং একাউন্ট। এছাড়াও স্যামসাং একাউন্টের ফিচার এর তালিকা অনেক বড়। আমরা সংক্ষেপে স্যামসাং একাউন্ট এর ফিচারসমূহ সম্পর্কে জানবো এই পোস্টে।
ফাইন্ড মাই মোবাইল
স্যামসাং একাউন্টের সবচেয়ে কাজের ফিচার হলো ফাইন্ড মাই মোবাইল। এই ফিচার ব্যবহার করে আপনার স্যামসাং ডিভাইসের লোকেশন খুঁজে বের করতে পারবেন রিমোটলি। ফোন হারিয়ে গেলে লক করা বা পাসওয়ার্ড ভুলে গেলে আনলক করার মত সুবিধা প্রদান করে এই সেবা।
স্যামসাং ক্লাউড
স্যামসাং ক্লাউড হলো গুগল ড্রাইভ এর মতোই একটি সেবা যেখানে ক্যালেন্ডার থেকে শুরু করে কনটাক্ট, ইমেইল এড্রেস, ছবি, ভিডিও, এমনকি স্টোরিও ব্যাকাপ নিয়ে রাখা যায়। ব্যাকাপের তালিকায় আরো রয়েছে প্রিডিক্টিভ টেক্সট ডাটা, স্যামসাং পাস সহ আরো ডজনখানেক ডাটা ব্যাকাপ নেওয়ার সুযোগ।
স্যামসাং হেলথ
স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা প্রদান করে স্যামসাং হেলথ। ওয়ার্কআউট থেকে শুরু করে পানি পানের শিডিউল পর্যন্ত সবকিছুর হিসাব রাখতে পারে স্যামসাং হেলথ। মূলত এই অ্যাপ ব্যবহারকারীকে নিজের হেলথ এর উপর নজর রাখতে সাহায্য করে।
PENUP
PENUP হলো আর্টিস্টদের জন্য একট সোশ্যাল নেটওয়ার্ক, যেখানে নিজেদের কাজগুলো শেয়ার করতে পারেন আর্টিস্টরা। মূলত এস-পেন ব্যবহার করে তৈরি আর্ট প্ল্যাটফর্মটিতে শেয়ার করতে উদ্ধুব্ধ করে স্যামসাং।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
👉 স্যামসাং ওয়ান ইউআই এর সেরা কিছু ফিচার
স্যামসাং একাউন্ট তৈরী করার নিয়ম
স্যামসাং একাউন্টের ফিচার তো জানা গেলো, এবার জানি চলুন কিভাবে স্যামসাং একাউন্ট তৈরি করবেন। সকল ধরনের ব্যবহারকারীর সুবিধার্থে আমরা এখানে ব্রাউজার ব্যবহার করে স্যামসাং একাউন্ট তৈরির নিয়ম জানবো। চাইলে স্যামসাং ডিভাইসের সেটিংস থেকেও সরাসরি স্যামসাং একাউন্ট খোলা যেতে পারে।
স্যামসাং একাউন্ট তৈরি করতে স্যামসাং একাউন্ট ওয়েব পেজে প্রবেশ করুন ও Create Account অপশন সিলেক্ট করুন।
এরপর Terms & Conditions দেখতে পাবেন। প্রয়োজন হলে শর্ত ও নিয়মাবলীসমূহ পড়ুন ও পরবর্তী পেজে যেতে AGREE সিলেক্ট করুন।
এবার আপনার ইমেইল এড্রেস ও স্যামসাং একাউন্টের জন্য পাসওয়ার্ড এর পাশাপাশি প্রোফাইলের জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ প্রদান করুন। এরপর আপনার ইমেইলে আসা কোড দিয়ে একাউন্ট ভেরিফাই করুন।
উল্লেখিত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার স্যামসাং একাউন্ট তৈরি হয়ে যাবে।
👉 স্যামসাং মোবাইল ফোনের দাম জানুন
ফোনে স্যামসাং একাউন্ট এড করার নিয়ম
স্যামসাং একাউন্ট তৈরীর পর স্যামসাং স্মার্টফোনে স্যামসাং একাউন্ট এড করতে হবে। ফোনের উপর নির্ভর করে স্যামসাং একাউন্ট ফোনে এড করার প্রক্রিয়া কিছুটা ভিন্ন হতে পারে। স্যামসাং একাউন্ট স্যামসাং ফোনে এড করতেঃ
- স্যামসাং ফোনে Settings অ্যাপে প্রবেশ করুন
- নিচের দিকে স্ক্রল করে প্রথমে Cloud and account ও এরপর Accounts অপশন সিলেক্ট করুন
- উল্লেখ্য যে ইতিমধ্যে স্যামসাং একাউন্ট এড করা থাকলে তা রিমুভ করে তবেই নতুন একাউন্ট এড করা যাবে
- Add Account অপশন সিলেক্ট করুন
- এরপর Samsung Account সিলেক্ট করুন
- ইতিমধ্যে খোলা একাউন্ট এড করতে ইমেইল ও পাসওয়ার্ড প্রদান করে লগিন করুন
- এছাড়া চাইলে Create account অপশন সিলেক্ট করে সহজে নতুন একাউন্ট তৈরি করতে পারেন
একাউন্ট সেটাপের পর Accounts সেকশন থেকে Auto sync data অপশনটি চালু করে দিন, এতে আপনার স্যামসাং একাউন্টের ডাটা অটোমেটিক ক্লাউডে ব্যাকাপ নেওয়া থাকবে। উল্লেখ্য, শাওমি ফোনেও মি একাউন্ট ব্যবহার করে এরকম সেবা পাওয়া যাবে।
আপনি কি স্যামসাং একাউন্ট ব্যবহার করেন? এটা আপনার কেমন লাগে? কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!
👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।