জিমেইল একাউন্টের নাম পরিবর্তন করার নিয়ম

জিমেইল এর মাধ্যমে কাউকে ইমেইল পাঠালে আপনার নাম ও ইমেইল এড্রেস দেখতে পাবেন ইমেইল প্রাপক। তবে আপনার ইমেইলে প্রদর্শিত নাম যা আছে তা থাকতে হবে, এমন কোনো কথা নেই। চাইলে জিমেইল এ প্রদর্শিত আপনার নাম খুব সহজে পরিবর্তন করতে পারবেন।

ডিসপ্লে নেম পরিবর্তন করা গেলেও জিমেইল এর ইউজারনেম কিন্তু পরিবর্তন করা যায়না, অর্থাৎ আপনার ইমেইল এড্রেস চাইলেই পরিবর্তন করতে পারবেন না। আপনার ইমেইল যদি হয় [email protected] তাহলে এখানে john হলো ইউজারনেম যা পরিবর্তন করতে পারবেন না। নতুন ইমেইল এড্রেস বা ইউজারনেম চাইলে নতুন একাউন্ট খুলতে হবে।

যেসব কারণে জিমেইল এর নাম পরিবর্তন করার প্রয়োজন হতে পারে, সেগুলো সম্পর্কে প্রথমে জেনে নেওয়া যাক।

  • একাউন্ট খোলার সময় জিমেইল একাউন্টের নাম ভুল প্রদান করে থাকলে
  • ইমেইলে শুধুমাত্র আপনার ফার্স্ট বা লাস্ট নেম প্রদর্শন করতে চাইলে
  • আইনীভাবে আপনার নাম পরিবর্তন করে থাকলে
  • প্রদর্শিত নামে ইমেইলে আপনার মিডলে নেম এড করতে চাইকে
  • আপনার নামের সংক্ষিপ্ত ভার্সন ব্যবহার করতে চাইলে

এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে জিমেইল এর নাম পরিবর্তন করতে হয়।

  • প্রথমে জিমেইল এর ওয়েবসাইটে প্রবেশ করুন
  • ইতিমধ্যে লগিন করা না থাকলে আপনার জিমেইল একাউন্ট দ্বারা লগিন করুন
  • এবার স্ক্রিনের ডানদিকে কর্নারে থাকা Settings (গিয়ার আইকন) এ ক্লিক করুন
  • এরপর মেন্যু থেকে See all settings অপশন সিলেক্ট করুন

এরপর General ট্যাবে সিলেক্ট করা সেটিংস দেখতে পাবেন। Accounts and Import ট্যাব সিলেক্ট করুন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

Send mail as অপশনের পাশে আপনার ইমেইল এড্রেস দেখতে পাবে। ইমেইল এড্রেস এর পাশে থাকা edit info অপশন সিলেক্ট করুন।

এবার নতুন একটি উইন্ডোতে আপনার জিমেইল এর নাম পরিবর্তন এর সেটিংস দেখতে পাবেন। Name এর নিচে থাকা খালি বক্স সিলেক্ট করুন কাঙ্ক্ষিত জিমেইল এর নাম লিখুন।

  • এরপর নাম পরিবর্তন করতে Save Changes এ ক্লিক করুন

এভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে জিমেইল এর নাম পরিবর্তন করতে পারবেন। আরও জানতে পারেনঃ মোবাইলে জিমেইল অ্যাপ ব্যবহার করার নিয়ম

👉 ভিডিওঃ জিমেইল একাউন্ট খোলার নিয়ম

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *