কোম্পানি নাম পরিবর্তন করছে বাংলালিংক

Banglalink

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক তাদের কোম্পানি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস গতকাল এ তথ্য জানান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে এনবিআর ও বিটিআরসির এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “বাংলালিংক তাদের বোর্ড সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। সেটা নিয়ে এ বৈঠকেও আলোচনা হয়েছে।”

পূর্বনাম ‘ওরাসকম টেলিকম বাংলাদেশ লিমিটেড’ বদলে প্রতিষ্ঠানটির নতুন নাম হবে ‘বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড’; তবে এর পণ্যের ব্র্যান্ডনাম এবং এ জাতীয় অন্যান্য বিষয়ে কোন পরিবর্তন আসবে না।

মিশরের ওরাসকম টেলিকম হোল্ডিং এর মালিকানাধীন বাংলালিংকের গ্রাহক সংখ্যা বর্তমানে ২ কোটি ৭০ লাখ ৭৬ হাজারের মত যা দেশের মোট গ্রাহক সংখ্যার প্রায় ২৭ শতাংশ। আর ওরাসকমের মূল মালিক কোম্পানি নেদারল্যান্ডস ভিম্পেলকম এখন গ্রাহকসংখ্যায় বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মোবাইল অপারেটর।

আগেই হয়ত খেয়াল করেছেন, অতীতে বাংলালিংকের লোগোর নিচে ছোট্ট করে ‘An ORASCOM TELECOM company’ লেখা থাকত, যা গত বছর সরিয়ে ফেলা হয়।

২০০৪ সালে সেবা টেলিকমের সম্পূর্ণ শেয়ার কিনে নিয়ে ২০০৫ এ বাংলালিংক ব্র্যান্ডে ব্যবসা শুরু করেছিল ওরাসকম। সেই হিসেবে এবার দ্বিতীয় দফায় কোম্পানিটির নাম পরিবর্তিত হতে যাচ্ছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *