রিয়েল টাইম ইউনিভার্সাল ভয়েস ট্র্যান্সলেটর বানাচ্ছে গুগল!

babel fish

ওয়েব সেবাদাতা প্রতিষ্ঠান গুগল তাদের ট্র্যান্সলেটর সার্ভিসকে আরও একধাপ এগিয়ে নেয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। শুধু নতুন নতুন টেক্সট ট্র্যান্সলেশন ল্যাংগুয়েজ যোগ করেই কোম্পানিটি থেমে থাকছেনা, বরং বর্তমানে সরাসরি ভয়েস ট্র্যান্সলেশন ফিচার উন্নয়ন করছে গুগল। আপাতত একে “কনভার্সেশন মুড” হিসেবেই পরিচয় করানো হচ্ছে।

যে সিস্টেমের সাহায্যে প্রকল্পটি পরীক্ষা করা হচ্ছে তার নাম দেয়া হয়েছে “গুগল ব্যাবেলফিশ”, যা সফল হলে আপনি বিদেশী বন্ধুদের সাথে মাতৃভাষা ব্যবহার করেই অনর্গল কথা বলতে পারবেন।

গুগলের এন্ড্রয়েড ভিপি হুগো বারা কনভার্সেশন মুড নিয়ে দারুণ আশাবাদী। ইংরেজি থেকে পর্তুগীজ ভাষায় কথাবার্তা অনুবাদ করার ক্ষেত্রে তিনি “প্রায় সঠিক” ফলাফল পেয়েছেন বলে জানিয়েছেন।

তবে, যেহেতু প্রযুক্তিটি এখনও একদম প্রাথমিক পর্যায়ে আছে, তাই এতে অনেক ভাষা এবং শব্দ সমর্থিত হবেনা বলেও উল্লেখ করেছেন মিঃ হুগো।

অবশ্য, গুগল সিস্টেমের পাশাপাশি পারিপার্শ্বিক অনেক অবস্থার ওপরও অনুবাদকের দক্ষতা নির্ভর করবে। কনভার্সেশন মুডের পারফর্মেন্সে আপনার ডিভাইসের মাইক্রোফোন কোয়ালিটি, আশেপাশের শব্দ, উচ্চারণ এসব বিষয়ের বেশ প্রভাব থাকবে। নিচের ভিডিওতে হুগো বারা’র পরীক্ষামূলক ভয়েস ট্র্যান্সলেশনটি দেখে নিন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *