অ্যাপল “এপ স্টোর” এর দুই তৃতীয়াংশ এপ্লিকেশনই প্রায় অব্যবহৃত!

টেক জায়ান্ট অ্যাপলের সাড়া জাগানো ডিজিটাল সফটওয়্যার মার্কেট “এপ স্টোর” অসংখ্য অকেজো এপ্লিকেশনে ভরপুর, যার ডাউনলোড কাউন্ট প্রায় শূন্যের কাছাকাছি।

নতুন এক গবেষণা এই তথ্য জানিয়েছে বলে রিপোর্ট করেছে বিবিসি। পরিসংখ্যান বিষয়ক সংস্থা “এডইভেন” কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সংবাদমাধ্যমটি জানাচ্ছে, এপ স্টোরের প্রায় দুই তৃতীয়াংশ সফটওয়্যারই এ পর্যন্ত খুব কম সংখ্যক ব্যবহাকারীর ডিভাইসে ইনস্টল করা হয়েছে।

তবে অ্যাপল দাবী করছে, এপ স্টোরের ৯০ শতাংশ এপ্লিকেশন, যেগুলো এর পঞ্চম বার্ষিকী সূচিত করছে, তা প্রতি মাসে কমপক্ষে একবার ডাউনলোড হয়ে আসছে। পোর্টালটি পৃথিবীকেই বদলে দিয়েছে বলে মন্তব্য করেছেন কোম্পানিটির সিইও টিম কুক।

অপরদিকে এডইভেন বলছে, এপ স্টোরে থাকা ৯০০,০০০ পণ্যের ডেভলপারদের মধ্যে অনেকেই তাদের সফটওয়্যার থেকে আশানুরূপ সাড়া পাচ্ছেন না।

অ্যাপল এপ স্টোরের সবচেয়ে জনপ্রিয় ১০টি পেইড এপ হচ্ছেঃ

  • ১- অ্যাংরি বার্ডস
  • ২- ফ্রুট নিঞ্জা
  • ৩- ডুডল জাম্প
  • ৪- কাট দ্যা রোপ
  • ৫- অ্যাংরি বার্ডস সিজনস
  • ৬- হোয়াটসএপ মেসেঞ্জার
  • ৭- ক্যামেরা+
  • ৮- ওয়ার্ডস উইথ ফ্রেন্ডস
  • ৯- টাইনি উইংস
  • ১০- অ্যাংরি বার্ডস স্পেস

আর, এপ স্টোরের সবচেয়ে জনপ্রিয় ১০টি ফ্রি এপ হচ্ছেঃ

  • ১- ফেসবুক
  • ২- প্যানডোরা রেডিও
  • ৩- ইনস্টাগ্রাম
  • ৪- ইউটিউব
  • ৫- স্কাইপ
  • ৬- ওয়ার্ডস উইথ ফ্রেন্ডস ফ্রি
  • ৭- দি ওয়েদার চ্যানেল
  • ৮- টুইটার
  • ৯- টেম্পল রান
  • ১০- গুগল সার্চ

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *