নকিয়ার ৪১ মেগাপিক্সেল পিওরভিউ ফটোগ্রাফি প্রযুক্তি নিয়ে আলোচনা থামছেই না। উইন্ডোজ ফোন ওএস চালিত স্মার্টফোনে পিওরভিউ নিয়ে একের পর এক গুজব শোনা যাচ্ছে গত বছর থেকেই। কিন্তু এতদিন পর্যন্ত কেউই লুমিয়ার ৪১ মেগাপিক্সেল মডেল নিয়ে তেমন কোন তথ্য দিতে পারেনি। শেষ পর্যন্ত কনস্যুমার ইলেকট্রনিকস জগতের অন্যতম পরিচিত খবর-ফাঁসকারী “ইভলিক্স” এগিয়ে এলো। আজ ৪ জুলাই সকালে এই টুইটার একাউন্ট থেকে নকিয়া ইওএস কোডনেমযুক্ত ডিভাইসটির ছবি এবং মডেল নাম্বার প্রকাশ করা হয়েছ।
প্রাপ্ত অন্যান্য প্রতিবেদনসমূহ থেকেও জানা যায়, নকিয়া ইওএস হ্যান্ডসেটই হবে লুমিয়া ১০২০ স্মার্টফোন যা ৪১ মেগাপিক্সেল পিওরভিউ ক্যামেরা নিয়ে আসবে।
নকিয়া লুমিয়া ১০২০ এ আরও থাকবে জেনন ফ্ল্যাশ, পলিকার্বনেট বডি, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, এনএফসি প্রভৃতি। এতে কোন মাইক্রোএসডি কার্ড স্লট দেয়া হবে না বলেও জানা গেছে।
স্মার্টফোনটি সর্বশেষ উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমে চলবে। এক্ষেত্রে লুমিয়া ১০২০ হ্যান্ডসেটে মাইক্রোসফটের মোবাইল ওএস আপডেট “এম্বার” এবং স্মার্ট ক্যামেরা এপ্লিকেশন সাপোর্ট পাওয়া যাবে। নতুন এই লুমিয়া ফোন এটিএন্ডটি’র ব্যানারে যাত্রা শুরু করবে। এর উপলভ্যতা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।