২০১৫ সালের পর এই প্রথম শক্তপোক্তভাবে আরেকবার মিডরেঞ্জ প্রাইসের স্মার্টফোন বাজারে পা রেখেছে ওয়ানপ্লাস। কথা বলছি ওয়ানপ্লাস নর্ড স্মার্টফোনটি নিয়ে। ফোনটির দাম ধরা হয়েছে ৩৭৯ ইউরো বা ৪৮০ ডলার। তবে এই দামেও ওয়ানপ্লাস নর্ড ফোনটি ওয়ানপ্লাস এর ৬৯৯ ডলারের ফ্ল্যাগশিপ স্মার্টফোন, ওয়ানপ্লাস ৮ এর অনেক প্রধান বৈশিষ্ট্য বহন করছে।
ফোনটির ১০৮০পিক্সেলের ওএলইডি ডিসপ্লেতে থাকছে ৯০হার্জ রিফ্রেশ রেট। ৫জি এবং ৩০টি ফাস্ট চার্জিং এর মত এক্সক্লুসিভ সব ধামাকায় ভরা ওয়ানপ্লাস নর্ড। ফোনটিতে ওয়ানপ্লাস ৮ এর একই ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরও রয়েছে।
ওয়ানপ্লাস ৮ এর তুলনায় ওয়ানপ্লাস নর্ড এর একমাত্র ডাউনসাইড হল এর প্রসেসর। ওয়ানপ্লাস নর্ড এ থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৬৫জি। তবে ফোনটির দাম বিবেচনায় এই প্রসেসর ঠিকঠাকই বলা চলে।
ওয়ানপ্লাস নর্ড ফোনটি পাওয়া যাবে ব্লু এবং গ্রে – এই দুইটি কালারে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের ওয়ানপ্লাস নর্ড এর দাম ধরা হয়েছে ৩৯৯ ইউরো।
ফোনটির ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে ৪৯৯ ইউরো। ফোনটি আগস্টের ৪ তারিখ হতে ইউরোপে পাওয়া যাবে। তবে ওয়ানপ্লাস এর পক্ষ থেকে বলা হয়েছে যে, তারা কিছু সীমিত সংখ্যক ফোন তাদের ওয়েবসাইটেও বিক্রি করবে। ফোনটি আপাতত ইউরোপ আর ভারতে মুক্তি পাবে। ওয়ানপ্লাস বলেছে তারা যুক্তরাষ্ট্রেও ফোনটির বেটা লঞ্চিং করতে পারে।
ওয়ানপ্লাস নর্ড স্পেসিফিকেশন
- স্ক্রিনঃ ৬.৪৪ ইঞ্চি ওএলইডি, স্ক্রিনের অনুপাত ২০ঃ৯, ৪০৮পিপিআই
- রিয়ার ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ওয়াইড এংগেল ক্যামেরা, ৮মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর
- সেল্ফি ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল ওয়াইড এংগেল, ৮মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা
- ওজনঃ ১৮৪ গ্রাম
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি
- র্যামঃ ৮জিবি / ১২জিবি
- স্টোরেজঃ ১২৮ জিবি / ২৫৬ জিবি
- অপারেটিং সিস্টেমঃ অক্সিজেন ওএস ১০.৫ (এন্ড্রয়েড ১০)
- বায়োমেট্রিক অথেনটিকেশনঃ আন্ডারডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর
- ব্যাটারিঃ ৪১১৫ মিলিএম্প
- ফাস্ট ওয়্যার্ড চার্জিংঃ ওয়ার্প ৩০টি
ওয়ানপ্লাস নর্ড নিয়ে আপনার মতামত কী? আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট সেকশনে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।