শনিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বাজেট বক্তৃতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ফোন ব্যবহারের উপর সারচার্জ আরোপের প্রস্তাব করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, “এই সারচার্জ থেকে যে রাজস্ব আসবে তা শিক্ষা ও অন্যান্য খাতে ব্যয় করা যেতে পারে।”
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধানমন্ত্রীর এই প্রস্তাব গ্রহণ করেন। অর্থমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী মোবাইল ফোন ব্যবহারের ওপর যে সারচার্জ আরোপের কথা বলেছেন, তা শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে।”
এছাড়া, শেখ হাসিনা তার বক্তৃতায় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “মোবাইল ফোনের আমদানির ওপর শুল্ক কিছুটা হ্রাস করতে পারেন।”
সূত্রঃ বিডিনিউজ২৪ ডটকম, দৈনিক ইত্তেফাক।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।