বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারের ওপর সারচার্জ বসানোর প্রস্তাব

শনিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বাজেট বক্তৃতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ফোন ব্যবহারের উপর সারচার্জ আরোপের প্রস্তাব করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, “এই সারচার্জ থেকে যে রাজস্ব আসবে তা শিক্ষা ও অন্যান্য খাতে ব্যয় করা যেতে পারে।”

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধানমন্ত্রীর এই প্রস্তাব গ্রহণ করেন। অর্থমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী মোবাইল ফোন ব্যবহারের ওপর যে সারচার্জ আরোপের কথা বলেছেন, তা শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে।”

এছাড়া, শেখ হাসিনা তার বক্তৃতায় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “মোবাইল ফোনের আমদানির ওপর শুল্ক কিছুটা হ্রাস করতে পারেন।”

সূত্রঃ বিডিনিউজ২৪ ডটকম, দৈনিক ইত্তেফাক।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *