ছোট্ট মেয়ে কেটির বাবা গুগলে একজন ডিজাইনার হিসেবে চাকরি করেন। সামনে বাবার জন্মদিন। কিন্তু সপ্তাহে তার মাত্র একদিন ছুটি। তাও আবার শনিবার। অথচ জন্মদিন বুধবারে। সুতরাং এদিন ছুটি না পেলে জন্মদিনের উৎসব হবে কীভাবে? তাই বাবার জন্য বুধবারে ছুটি চেয়ে কেটি চিঠি লিখল গুগলের কাছে। উজ্জ্বল সবুজ রঙের ক্রেয়নে নোটখাতার পৃষ্ঠায় লেখা ঐ চিঠিতে কেটি গুগলকে যা বলল তা হচ্ছে-
“প্রিয় গুগল কর্মী,
বাবা যখন অফিসে যাবে তখন তিনি যাতে একদিনের ছুটি পান সে বিষয়টি কী তোমরা একটু দেখবে? যেমন ধরো, তিনি যেন বুধবারে ছুটি পেতে পারেন। কারণ বাবা শুধু শনিবার একটি দিনই ছুটি পান।
ইতি
কেটি
বি.দ্র. এটা বাবার জন্মদিন!
বি.বি.দ্র. আর এখন যে গ্রীষ্মকাল সেটা তো জানোই।”
কেটির ঐ চিঠিটি তার বাবার উর্দ্ধতন কর্মকর্তা ড্যানিয়েল শিপ্লাকফের কাছে পৌঁছে। তিনিও এর উত্তর দেন কেটিকে। তাতে ড্যানিয়েল লিখেনঃ
“প্রিয় কেটি,
তোমার সুচিন্তিত চিঠি এবং অনুরোধের জন্য তোমাকে ধন্যবাদ।
তোমার বাবা, গুগলের জন্য এবং বিশ্বের লাখো মানুষের জন্য মজার আর সুন্দর ডিজাইন করেন এবং তিনি অনেক কঠোর পরিশ্রম করেন।
তার জন্মদিন উপলক্ষ্যে এবং গ্রীষ্মকালে বুধবারে ছুটি নেয়ার গুরুত্বটি বুঝতে পেরে আমরা তাকে জুলাইয়ের প্রথম সপ্তাহের পুরোটাই ছুটি দিচ্ছি।
উপভোগ করো!
(স্বাক্ষর)
ড্যানিয়েল শিপ্লাকফ”
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।