কম্পিউটারে পুরাতন স্কাইপ’কে বিদায় জানাচ্ছে মাইক্রোসফট

skype modelsআপনি যদি কম্পিউটারে স্কাইপ ব্যবহার করে থাকেন, তাহলে যত দ্রুত সম্ভব এটি আপডেট করে নিন। কেননা মাইক্রোসফট তাদের এই অনলাইন ভিওআইপি সার্ভিসের ডেস্কটপ এপ্লিকেশনের পুরাতন ভার্সনকে বিদায় জানাতে যাচ্ছে। স্কাইপ ব্লগে এক পোস্টে বলা হয়েছে, কোম্পানিটি উইন্ডোজ ও ম্যাক কম্পিউটারের জন্য স্কাইপ সফটওয়্যারের নতুন ভার্সন রিলিজ করেছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই তারা এর পুরাতন ভার্সনকে ‘অবসরে’ নিয়ে যাবে।

তাই, উইন্ডোজ পিসির জন্য স্কাইপ ৬.১৩ বা তার চেয়ে কম ভার্সন নম্বরের স্কাইপ ব্যবহারকারীরা যত তাড়াতাড়ি সম্ভব সফটওয়্যারটি লেটেস্ট ভার্সনে আপগ্রেড করে নিন। আর ম্যাকের জন্য ৬.১৪ বা তার চেয়ে পুরাতন ভার্সন নম্বরের স্কাইপ সফটওয়্যার আপগ্রেড করে নিতে হবে।

চলতি বছর স্কাইপের বিভিন্ন আপডেটে সেবাটিতে বেশ কিছু নতুন ফিচার যোগ করেছে মাইক্রোসফট। এর মধ্যে ক্রস-প্ল্যাটফর্ম মেসেজ সিঙ্ক্রোনাইজ, ফ্রি গ্রুপ ভিডিও কল প্রভৃতি অন্যতম।

পুরাতন ভার্সনের স্কাইপ অ্যাপ্লিকেশনকে ‘অবসরে নেয়া/ Retire’ বলতে মাইক্রোসফট ঠিক কী বোঝাতে চেয়েছে সেটি পরিষ্কার নয়। নির্দিষ্ট সময় পরে এটি কি কাজ করা বন্ধ করে দেবে, নাকি এর আর কোনো সাপোর্ট পাওয়া যাবেনা, তা ব্যাখ্যা করেনি কোম্পানিটি।

যাইহোক, আপনার কম্পিউটারের জন্য নতুন ভার্সনের স্কাইপ ডাউনলোড করতে চাইলে এই অফিসিয়াল লিংক ভিজিট করতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,551 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *