ক্রমবর্ধমান মোবাইল চুরি রোধে গুগল ও মাইক্রোসফট তাদের নিজ নিজ মোবাইল অপারেটিং সিস্টেমে নতুন ফিচার ‘কিল সুইচ’ চালু করতে যাচ্ছে যা বেহাত হয়ে যাওয়া স্মার্টফোনকে ‘পুরোপুরি অব্যবহারযোগ্য’ করে তুলতে পারবে।
‘সিক্যুর আওয়ার স্মার্টফোন’ প্রোগ্রামের ফলস্বরূপ দুই ধরণের কিল সুইচ পাওয়া যাবে এন্ড্রয়েড ও উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমে। একটি হচ্ছে ‘হার্ড’ কিল সুইচ অপরটি ‘সফট’।
সূত্রের রেফারেন্সে বিবিসি জানাচ্ছে, হার্ড কিল সুইচ চালু করলে স্মার্টফোনটি সম্পূর্ণ অকেজো হয়ে যাবে। তখন এটি একটি পেপারওয়েট বা খেলনা ছাড়া আর কোনো কাজে ব্যবহার করা যাবেনা। অপরদিকে সফট কিল সুইচ ডিভাইসটিকে সাময়িকভাবে অব্যবহারযোগ্য করে রাখবে, যা প্রকৃত ব্যবহারকারী কর্তৃক আনলক করা যাবে।
অবশ্য, কিল সুইচেরও কিছু সীমাবদ্ধতা আছে। প্রথমত, ফোন ‘কিল’ করার জন্য নেটওয়ার্ক অপারেটরের সাহায্য দরকার হবে। চুরি হওয়া ফোনে মোবাইল অপারেটরের নেটওয়ার্কের মাধ্যমেই কিল কমান্ড সেন্ড করতে হবে। সুতরাং বেহাত হওয়ার পর সেটগুলোতে কোনো সিমকার্ড ব্যবহার না করলে কিংবা ‘ফ্লাইট মুডে’ নিয়ে অফলাইনের রাখা হলে এতে আর কোনো নেটওয়ার্কও আসবেনা, ফলশ্রুতিতে ডিভাইস কিল করাও সম্ভব হবেনা।
কেউ কেউ দাবি করছেন, অদূর ভবিষ্যতে হ্যাকাররা কিল সুইচ ঠেকানোর উপায়ও বের করে ফেলতে পারে। তাদের মতে, স্মার্টফোন স্থায়ীভাবে অকেজো করার একমাত্র উপায় হল এর যান্ত্রিক কাঠামোর গঠন ধ্বংস করে ফেলা।
যাইহোক, অ্যাপল ও স্যামসাং ইতোমধ্যেই তাদের নিজ নিজ ডিভাইসে এ জাতীয় ফিচার প্রদান করে আসছে। আর বছরখানেকের মধ্যেই এন্ড্রয়েড ও উইন্ডোজ ফোন ওএসেও কিল সুইচ চালু হবে বলে জানা গেছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।