নতুন ডিজাইনের পেজ লেআউট চালু করল ফেসবুক

সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক সাইটটির ফ্যানপেজে নতুন ডিজাইন ও ফিচার চালু করেছে। ফ্যানপেজের কলাম লেআউটে এই পরিবর্তন প্রযোজ্য হবে। এখন থেকে পর্যায়ক্রমে বিশ্বের সকল ফেসবুক ফ্যানপেজের ওয়েব ভার্সনে সিঙ্গেল কলাম ডিজাইন চালু হবে।

অর্থাৎ, সাধারণ ইউজারদের টাইমলাইনের একক-কলাম লেআউটের মতই ফ্যানপেজেও পোস্ট প্রদর্শন করা হবে।

এক্ষেত্রে পেজের বামপাশে বিভিন্ন তথ্য যেমন, লাইকসংখ্যা, ম্যাপ, ওয়েবসাইট ইউআরএল, ফটো, ভিডিও প্রভৃতি দেখা যাবে। আর ডানদিকে পেজের মূল কনটেন্ট আসবে।

অ্যাডমিনরা এখনই তাদের ফেসবুক ফ্যানপেজগুলোতে নতুন ডিজাইন চালু করতে পারবেন। আর একটি নির্দিষ্ট সময় পরে সকল ফ্যানপেজই বাধ্যতামূলকভাবে নতুন ডিজাইন পেয়ে যাবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *