ইউটিউবে আয়ের সবচেয়ে সেরা ও সহজ উপায় হলো ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এবার ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর রিকোয়ারমেন্টস কমিয়ে দিচ্ছে ইউটিউব, যার ফলে আরো অনেক অনেক ক্রিয়েটর পার্টনার প্রোগ্রামের অন্তর্ভুক্ত হতে পারবেন সহজে। চলুন জেনে নেওয়া যাক ইউটিউব মনিটাইজেশন এর নতুন পলিসি সম্পর্কে।
প্রথমত ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর অন্তর্ভুক্ত যুক্তরাষ্ট্র-ভিত্তিক ইউটিউবার যাদের ২০ হাজার এর অধিক সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য শপিং এফিলিয়েট প্রোগ্রামটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর ফিচারটি ধীরে ধীরে বিশ্বের সকল স্থানে ছড়িয়ে যাবে বলে আশা করা যায়। ইউটিউব মনেটাইজেশন এর নতুন শর্তাবলী নিম্নরূপঃ
- কমপক্ষে ৫০০ সাবস্ক্রাইবার থাকতে হবে
- শেষ ৯০দিনে ৩টি পাবলিক আপলোড থাকতে হবে
- গত ১২ মাসে কমপক্ষে ৩,০০০ ঘন্টা ওয়াচ আওয়ার বা গত ৯০ দিনে ৩ মিলিয়ন শর্টস ভিউস
এর আগে ইউটিউবে মনিটাইজেশন পেতে কমপক্ষে ১০০০ সাবস্ক্রাইবার, শেষ ১২মাসে ৪০০০ ঘন্টা ওয়াচ আওয়ার বা শেষ ৯০ দিনে ১০ মিলিয়ন শর্টস ভিউস এর প্রয়োজন হতো।
কোনো ক্রিয়েটর এর চ্যানেল নতুন রিকোয়ারমেন্টস এর সাথে মিললে সেক্ষেত্রে তিনি পার্টনার প্রোগ্রামের জন্য এপ্লাই করতে পারবেন ও সুপার থ্যাংক্স, সুপার চ্যাট, সুপার স্টিকারস, চ্যানেল মেম্বারশিপ এর মত সাবস্ক্রিপশন টুল ও ইউটিউব শপিং এর অ্যাকসেস পাবেন। যদিও, যেসব ক্রিয়েটর অনেক লম্বা সময় নিয়ে ভিডিও তৈরী করেন তাদের কাছে শেষ ৯০ দিনে কমপক্ষে তিনটি ভিডিও আপলোড করার প্রসেস কিছুটা কঠিন মনে হতে পারে। তবে এটা সামগ্রিকভাবে আগের চেয়ে অনেক সুবিধাজনক হবে বলে আশা করা যায়।
এই নতুন রিকোয়ারমেন্টস যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তাইওয়ান ও সাউথ কোরিয়াতে প্রথমে চালু হবে। এরপর ইউটিউব পার্টনার প্রোগ্রাম রয়েছে এমন সকল দেশে এই ফিচারটি পৌঁছে যাবে।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
গুগল এর মালিকানাধীন কোম্পানিটি শর্টস ক্রিয়েটরদের জন্য নতুন মনিটাইজেশন টুল নিয়ে কাজ করছে অনেকদিন ধরেই। ফেব্রুয়ারিতে ক্রিয়েটরদের সাথে শর্টস এর রেভিনিউ শেয়ার করা শুরু ইউটিউব। ২০২২ সালের চতুর্থ কোয়ার্টারের আরনিং কলে জানানো হয় ডেইলি ৫০ বিলিয়ন ভিউস হয় ইউটিউব শর্টসে। গত অক্টোবরে মেটা জানায় ইন্সটাগ্রাম ও ফেসবুক মিলিয়ে রিলস এর ভিউস দৈনিক ১৪০ বিলিয়ন ক্রস করেছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।