কোয়াডকোর সিপিইউ ও ৪.৫” স্ক্রিন নিয়ে এলো ওয়ালটন প্রিমো জি৩

walton primo g3জনপ্রিয় প্রিমো সিরিজের স্মার্টফোন বিক্রেতা ওয়ালটন তাদের নতুন মডেলের কোয়াডকোর প্রসেসর বিশিষ্ট স্মার্টফোন “প্রিমো জি৩” বিক্রি শুরু করেছে।

শনিবার থেকে মাত্র ১২,৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে ডিভাইসটি। এতে রয়েছে ৪.৫ ইঞ্চি ডিসপ্লে, ১.২ গিগাহার্টজ কোয়াডকোর কর্টেক্স এ৭ সিপিইউ, ৫ মেগাপিক্সেল এইচডিআর সংবলিত ক্যামেরা যা ফেস ডিটেকশন প্রযুক্তিও ব্যবহার করে।

এন্ড্রয়েড ৪.২ জেলি বিন অপারেটিং সিস্টেম চালিত এই হ্যান্ডসেটটির আকৃতি ১৩৬*৬৭*৯.৮ মিমি.

চলুন দেখে নিই প্রিমো জি৩ এর মূল স্পেসিফিকেশন লিস্টঃ

  • > ৪.৫ ইঞ্চি টিএফটি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, যার রেস্যুলেশন ৪৮০*৮৫৪ পিক্সেল
  • > কোয়াডকোর ১.২ গিগাহার্টজ কর্টেক্স এ৭ প্রসেসর
  • > PowerVR SGX 544 MP জিপিইউ
  • > ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ৫১২ এমবি র‍্যাম
  • > মাইক্রোএসডি কার্ড সাপোর্ট (৩২ জিবি পর্যন্ত স্টোরেজ যোগ করা যাবে)
  • > প্রধান ক্যামেরা ৫ এমপি, ভিজিএ ফ্রন্ট ক্যামেরা
  • > ব্লুটুথ, থ্রিজি, ওয়াইফাই, জিপিএস, ১৮০০ এমএএইচ ব্যাটারি, ডুয়েল সিম (লাইভ) এবং সচরাচর স্মার্টফোনে উপলভ্য সেন্সরসমূহ (প্রক্সিমিটি, লাইট, অরিয়েন্টেশন, কম্পাস, অ্যাক্সেলেরোমিটার) প্রভৃতি।

র‍্যামের পরিমাণ একটু কম হলেও কম খরচে ভাল প্রসেসর ও সফটওয়্যার সাপোর্ট পেতে চাইলে ওয়ালটন প্রিমো জি৩ একটি ভাল পছন্দ হতে পারে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,547 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *