
কোম্পানিটি এমন এক প্রকার ইলেকট্রনিক ট্যাটু উন্নয়নের ওপর কাজ করছে যা হাতে বা শরীরের অন্য কোথাও লাগিয়ে নিলে সেটিই আপনার পাসওয়ার্ড হিসেবে কাজ করবে। এক্ষেত্রে ট্যাটুর অভ্যন্তরে থাকা বিশেষ সার্কিটের মাধ্যমে বাইরের গেজেটের সাথে আইডেন্টিটি ভেরিফিকেশন সম্পন্ন হবে।
এখানেই শেষ নয়! মটোরোলার আরেকটি আবিষ্কার উল্লেখিত ট্যাটুর চেয়েও বিস্ময়কর। সেটি হচ্ছে একটি পিল বা ট্যাবলেট সদৃশ ছোট্ট ডিভাইস। আপনি এক গ্লাস পানি নিয়ে এই ইলেকট্রনিক পিল গলাধঃকরণ করে ফেললেই নিজেকে একটি জ্বলজ্যান্ত পাসওয়ার্ট বা “অথেনটিকেশন টোকেন”এ রূপ দিতে পারবেন।
একটু হাস্যকর শোনালেও এটিই মটোরোলার অন্যতম নতুন ধারণা। এই ইলেকট্রনিক ট্যাবলেট চালাতে কোন ব্যাটারির দরকার হবেনা। পাকস্থলীর এসিড থেকেই ডিভাইসটি তার প্রয়োজনীয় শক্তি নিয়ে নেবে। এটি খাওয়ার পর পিলটি আপনার দেহ থেকে বিশেষ ১৮-বিট সিগন্যাল উদ্গীরণ করবে যা পাসওয়ার্ডের স্থলে ব্যবহৃত হবে।
অবশ্য, উপরোক্ত প্রযুক্তিদ্বয় এই মুহুর্তে একদম প্রাথমিক পরীক্ষামূলক পর্যায়ে আছে। এগুলো বাজারে আসতে বেশ দেরি হবে বলেই জানিয়েছেন মটোরোলা প্রতিনিধি। সুতরাং, অন্তত সে পর্যন্ত আপনার পাসওয়ার্ড আপনাকেই মনে রাখতে হবে!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।

আমাদের যেকোনো প্রশ্ন করুন!