বিভিন্ন অপারেটরে ইমারজেন্সি ইন্টারনেট লোন নেয়ার পদ্ধতি

প্রিপেইড ব্যবহারকারীদের জন্য ইমারজেন্সি ব্যাল্যান্স এর ব্যবস্থাটি বেশ কাজের। হঠাৎ করে ফোনের ব্যাল্যান্স শেষ হয়ে গেলেও আপনাকে শেষ রক্ষা করবে এই ইমারজেন্সি ব্যালেন্স বা লোন। তবে এখনকার যুগটাই যেহেতু ইন্টারনেটের, তাই বিপদের সময় মোবাইল ডেটা শেষ হয়ে গেলে অনেকেরই হয়তো দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। আর সেই সমস্যা থেকে মুক্তি দিতে প্রায় সব অপারেটরই আপনাকে ইমারজেন্সি ইন্টারনেট ডেটা নেয়ার সুযোগ দিচ্ছে। পরে রিচার্জের মাধ্যমে এই ডেটা লোনের টাকা ফেরত দিয়ে দেয়া যাবে। 

আরো পড়ুনঃ ইমারজেন্সি ভয়েস কল করার জন্য লোন ব্যালেন্স নেয়ার উপায় জানতে এখানে ক্লিক করুন

চলুন যেসব অপারেটর ইমারজেন্সি ইন্টারনেট নেয়ার সুবিধা দিচ্ছে সে সম্পর্কে বিস্তারিত দেখে নেয়া যাক।

গ্রামীণফোন ইমারজেন্সি ডেটা লোন

গ্রামীনফোন সিমে ইমারজেন্সি ইন্টারনেট লোন এর তিনটি প্যাকেজ রয়েছে। প্রয়োজন অনুসারে গ্রামীনফোন সিমে ইমারেজেন্সি ব্যালেন্স নেওয়া যাবে যেকোনো একটি প্যাক কেনার কোড ডায়াল করে।

ডাটা মেয়াদ দাম কোড
১০এমবি ২দিন ৫টাকা *121*1*8#
২৫এমবি ২দিন ১০টাকা *121*3141 #
৩০এমবি ৩দিন ১০টাকা * 121*3141 #

এখানে লাস্ট দুইটি প্যাক একেক ব্যবহারকারীর জন্য একেক ধরণের হয়ে থাকে।

বাংলালিংক ইমারজেন্সি ইন্টারনেট ডাটা

  • এক্টিভেশন কোডঃ *৮৭৫#
  • ডেটার পরিমাণঃ গ্রাহকের ব্যবহারের উপর নির্ভরশীল। আপনার স্ট্যাটাস জানতে ডায়াল করুন *৮৭৫*০#
  • মেয়াদঃ অটো দেয়া হবে
  • ব্যাল্যান্স চেকঃ *১২৪*৫০০#
  • পরিশোধঃ প্রাপ্ত ইন্টারনেটের সমপরিমাণ অর্থ
  • যোগ্যতাঃ মূল অ্যাকাউন্টের ব্যালেন্স ১০ টাকা বা এর কম থাকলে। দিনে সর্বোচ্চ একবার

রবি ইমারজেন্সি ইন্টারনেট ডেটা ধার নেয়ার উপায়

রবি সিমে ২৫এমবি ইমারেজেন্সি ইন্টারনেট ব্যালেন্স নেওয়া যাবে কোড ডায়াল করে কিংবা 8811 নাম্বারে মেসেজ পাঠিয়ে। ১০টাকায় ২৫এমবি ইমারজেন্সি ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *8811*11# কিংবা “START 25” লিখে 8811 নাম্বারে এসএমএস পাঠিয়েও রবি সিমে ইমারজেন্সি ইন্টারনেট নেওয়া যাবে। *8444*88# ডায়াল করে ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স চেক করা যাবে।

এয়ারটেল ইমার্জেন্সি ডেটা ধার নেয়ার পদ্ধতি

  • এক্টিভেশন কোডঃ *১৪১#
  • ডেটার পরিমাণঃ ৭০ এমবি / ৩০০ এমবি
  • মেয়াদঃ ৩ দিন
  • ব্যাল্যান্স চেকঃ *১৪১# অথবা *৩# 
  • পরিশোধঃ ১৪.৪৪ টাকা / ২৫ টাকা
  • যোগ্যতাঃ ৫ টাকার নিচে থাকতে হবে

টেলিটক ইমার্জেন্সি ডেটা ব্যালেন্স

 টেলিটকে ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স বা ডেটা লোন নেয়া যায়না। 

আরো পড়ুনঃ ইমারজেন্সি ভয়েস কল করার জন্য লোন ব্যালেন্স নেয়ার উপায় জানতে এখানে ক্লিক করুন

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *