এলো ১.৩ গিগাহার্টজ প্রসেসর ও আল্ট্রাএইচডি স্ক্রিনের ওয়ালটন ‘প্রিমো আর৩’

walton Primo R3বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন তাদের জনপ্রিয় প্রিমো সিরিজের চমৎকার একটি স্মার্টফোন বাজারে এনেছে। প্রিমো আর৩ মডেলের এই সেটটির মূল্য হবে ১২ হাজার ৮৯০ টাকা যা ১৪ মে থেকে বিক্রি শুরু হবে। চলুন দেখি ডিভাইসটির স্পেসিফিকেশন।

  • এন্ড্রয়েড ৪.২.২ জেলি বিন অপারেটিং সিস্টেম (কিটক্যাটে আপগ্রেড করা যাবে)
  • ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর
  • ম্যালাই ৪০০ জিপিইউ
  • ১জিবি র‍্যাম, ৪জিবি ইন্টারনাল স্টোরেজ
  • মাইক্রোএসডি কার্ড স্লট (৩২জিবি পর্যন্ত সাপোর্ট)
  • ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ডবাই
  • ৪.৭ ইঞ্চি পিওর ব্ল্যাক আল্ট্রা এইচডি আইপিএস+ ওজিএস টাচস্ক্রিন (১২৮০ x ৭২০পি, ১৬.৭ মিলিয়ন কালার)
  • মূল ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২ মেগাপিক্সেল
  • এইচডি ভিডিও রেকর্ডিং, ফ্ল্যাশ
  • থ্রিজি, ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, ডিসপ্লে শেয়ারিং, মোশন সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর
  • ১৩৭ গ্রাম ওজন, ২০০০এমএএইচ ব্যাটারি

আরও জানতে কল করুন ওয়ালটন হটলাইন নম্বরঃ 09612316267 (যেকোনো ফোন থেকে) অথবা 16267 (ল্যান্ডলাইন ব্যতীত অন্য ফোন থেকে)- সকাল ৯টা থেকে রাত ১০টার মধ্যে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *