বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের জন্য দারুণ এক খবর নিয়ে এসেছে রবি ও এয়ারটেল। এখন থেকে ডাটা ব্যালেন্স না থাকলেও ফেইসবুকের ছবি দেখা যাবে রবি ও এয়ারটেলের গ্রাহকদের জন্য।
রবি ও মেটার যৌথ উদ্যোগে চালু হয়েছে নতুন একটি সুবিধা, যার মাধ্যমে রবি ও এয়ারটেল গ্রাহকরা ডাটা ব্যালেন্স না থাকলেও ফেইসবুকের ফটো ভার্সন দেখতে পারবেন। এতদিন ফ্রি ফেসবুকে শুধু টেক্সট ভার্সন পাওয়া যেত, কিন্তু এখন ছবি সহ ফেইসবুক ব্রাউজ করা সম্ভব হবে।
এই উদ্যোগটি বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় একটি বড় ধাপ। বিশেষ করে যারা ইন্টারনেট ব্যালেন্স না থাকায় গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হতেন, তাদের জন্য এটি একটি গেম চেঞ্জার হতে পারে। এতে করে ডিজিটাল ইনক্লুশন বাড়বে, এবং দেশের শিক্ষা, স্বাস্থ্য ও সরকারি তথ্য আরও সহজে পৌঁছাবে সাধারণ মানুষের কাছে।
ব্যবহারকারীরা কীভাবে উপকৃত হবেন?
- ছবি সহ ফেইসবুক ব্রাউজ: ডাটা ব্যালেন্স না থাকলেও এখন ফেইসবুকের ছবি দেখা যাবে।
- ম্যাসেঞ্জার ব্যবহারে সুবিধা: চ্যাট করার জন্যও আলাদা ডাটা প্রয়োজন হবে না।
- ভিডিওর স্টিল ইমেজ দেখা যাবে: ভিডিও দেখা না গেলেও স্টিল ছবি পাওয়া যাবে, যাতে বিষয়বস্তু সম্পর্কে ধারণা পাওয়া যায়।
- তথ্যপ্রযুক্তির সুযোগ: শিক্ষা, স্বাস্থ্য ও সরকারি তথ্য পাওয়া যাবে ফেইসবুক থেকেই।
- সামাজিক সংযোগ বজায় থাকবে: ইন্টারনেট না থাকলেও প্রিয়জনদের সাথে সংযোগ থাকবে।
কীভাবে এই সুবিধা পাওয়া যাবে?
এই সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য চালু থাকবে। কোনো আলাদা সাবস্ক্রিপশন বা অ্যাপস ইনস্টল করার প্রয়োজন নেই।
ডাটা না থাকলেই ফেইসবুক স্বয়ংক্রিয়ভাবে ফটো ভার্সনে রূপান্তরিত হবে। পাশাপাশি, গ্রাহকদের স্ক্রিনে একটি পপ-আপ বার্তা দেখানো হবে যেখানে ডাটা ব্যালেন্সের তথ্য থাকবে এবং তারা সেখান থেকেই সহজেই ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন।
শর্তাবলী এবং আরও তথ্য
- ভিডিও চালানো যাবে না: ডাটা না থাকলে ভিডিও চলবে না, শুধুমাত্র তার স্টিল ইমেজ দেখা যাবে।
- ডাটা সংযুক্ত হলেই ফুল ফিচার: ডাটা যুক্ত করার সাথে সাথে ফুল ফিচারসহ ফেইসবুক অ্যাক্সেস পাওয়া যাবে।
- পেমেন্টের ব্যবস্থা সহজ: এমএফএস (বিকাশ, নগদ, রকেট), ব্যাংকের কার্ড বা অ্যাকাউন্ট দিয়ে ডাটা প্যাক কেনা বা ইন্টারনেট লোন নেওয়া যাবে।
রবি ও মেটার এই উদ্যোগ আধুনিক বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সাধারণ ব্যবহারকারীরা এখন আরও বেশি তথ্যপ্রযুক্তির সুবিধা পাবেন, যা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। সূত্রঃ প্রেস রিলিজ।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।