বিকাশ নতুন কার্ড অফারে ৩০ টাকা বোনাস নেয়ার সুযোগ

বিকাশ অ্যাপ থেকে কার্ড সেভ করে এড মানি করলেই ৩০ টাকা ক্যাশব্যাক। এড মানি করে লেনদেন কিংবা কেনাকাটা করার সুবিধা তো থাকছেই। গ্রাহকগণ বিকাশ অ্যাপে নতুন কার্ড সেভ করে কার্ড টু বিকাশ করে ৩,৫০০ টাকা এড মানি করলেই পাবেন ৩০ টাকা ক্যাশব্যাক বোনাস।

এই ৩০ টাকা ক্যাশব্যাক অফার চলবে ১০ মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত। সকল বিকাশ গ্রাহক নতুন কার্ড সেভ করে এড মানি করে এই বোনাস পেতে পারেন।

বিকাশ অ্যাপ থেকে নতুন কার্ড সেভ করে এরপর ৩,৫০০টাকা এড মানি করলে পাওয়া যাবে ৩০টাকা ক্যাশব্যাক বোনাস। উক্ত অফার চলবে ৩১ মে পর্যন্ত। আমাদের পোস্ট থেকে জেনে নিতে পারবেন ৩০ টাকা বিকাশ ক্যাশব্যাক বোনাস ক্যাম্পেইনের নিয়ম ও শর্ত সম্পর্কে বিস্তারিত।

  • শুধুমাত্র কার্ড টু বিকাশ এড মানি করে এই ক্যাশব্যাক বোনাস পাওয়া যাবে
  • গ্রাহকগণ বিকাশ অ্যাপে নতুন কার্ড সেভ করে কার্ড টু বিকাশ ফিচার ব্যবহার করে ৩,৫০০ টাকা এড মানি করলে ৩০ টাকা ক্যাশব্যাক পাবেন
  • একটি নতুন কার্ড থেকে গ্রাহক সর্বোচ্চ একবার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন
  • ইতোমধ্যে বিকাশ অ্যাপে সেভ করা কোনো কার্ড এড করলে বোনাস পাওয়া যাবেনা
  • ক্যাশব্যাক পেতে বিকাশ অ্যাপ থেকে নতুন সেভ করা কার্ড দিয়ে কার্ড টু বিকাশ করতে হবে
  • কোনো গ্রাহক যদি নতুন সেভ করা কার্ড থেকে বিকাশ একাউন্টে ৩,৫০০ টাকা এড মানি করেন শুধুমাত্র তবেই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন
  • ক্যাশব্যাক উপভোগ করতে গ্রাহক অর্থাৎ প্রেরকের নিজস্ব বিকাশ একাউন্টে এড মানি করতে হবে
  • ‘Other Account’ অর্থাৎ নিজ একাউন্ট ছাড়া অন্য একাউন্টে এড মানি করলে গ্রাহক ক্যাশব্যাক বোনাস পাওয়া যাবেনা
  • সফলভাবে এড মানি করার ২ থেকে ৩ কার্যদিবসের মধ্যে গ্রাহকের একাউন্টে ক্যাশব্যাক পৌঁছে যাবে

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

bkash 30 taka bonus new card offer

শর্তাবলি

  • শুধুমাত্র বিকাশ অ্যাপের মাধ্যমে কার্ড টু বিকাশ করে এই অফারটি উপভোগ করা যাবে
  • বিকাশ অ্যাপে আগে সেভ করা হয়নি এমন নতুন কার্ড নিজ বিকাশ একাউন্টে সেভ করে নির্দিষ্ট ৩,৫০০ টাকা বিকাশে এড মানি করার ক্ষেত্রে গ্রাহক ক্যাশব্যাক পাবেন
  • একটিভ বিকাশ একাউন্ট গ্রাহকগণ এই অফার বোনাস পাবেন
  • গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক ক্যাশব্যাক পাবেন না
  • অন্য কোনো অজানা বা অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক পাওয়া না গেলে সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ ২ মাসের মধ্যে ১ বার বিরতিতে ক্যাশব্যাক দেওয়ার চেষ্টা করবে। সকল উপায় যদি ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবে না এবং উক্ত গ্রাহক আর ক্যাশব্যাক বোনাস পাবেন না
  • ক্যাশব্যাক পেতে অফার চলাকালীন গ্রাহককে তার নিজ বিকাশ একাউন্টে সফলভাবে এড মানি করতে হবে
  • কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন, সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে বিকাশ

👉 কার্ড থেকে বিকাশে টাকা আনার উপায়

অফার সম্পর্কিত কোনো ধরনের সমস্যা দেখা গেলে সেক্ষেত্রে বিকাশ হেল্পলাইনে যোগাযোগ করা যেতে পারে। অথবা বিকাশের অফিসিয়াল পেজ থেকেও তথ্য জানতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

2 comments

    • আরাফাত বিন সুলতান Reply

      That’s right! Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://www.google.com/recaptcha/api.js?ver=1.23