হোয়াটসঅ্যাপ আর চলবেনা যেসব ফোনে

পুরোনো ডিভাইস হোয়াটসঅ্যাপ সাপোর্ট হারাচ্ছে প্রতিনিয়ত। নতুন ভার্সন এর সাথে সাথে বেশ কিছু পুরাতন ফোনে হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে। ডিসেম্বর ৩১ এর হিসাব অনুযায়ী মোট ৪৯টি ডিভাইসে হোয়াটসঅ্যাপ আর কাজ করবেনা, এই পোস্টে তার সম্পূর্ণ তালিকা পেয়ে যাবেন।

হোয়াটসঅ্যাপ প্রায়ই আপডেট রিলিজ করে থাকে, যার কারণে পুরোনো ডিভাইসগুলোর সাপোর্ট শেষ হয়ে যায়। যেমন: আইওএস ১০ ও আইওএস ১১ চালিত ডিভাইসগুলোতে ইতিমধ্যে এই অ্যাপের সার্ভিস বন্ধ রয়েছে ২৪ অক্টোবর থেকে। এবারেও দুইটি আইফোনের পাশাপাশি অনেকগুলো পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন হারাচ্ছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট।

অবশ্য আমাদের পোস্টে আমরা অনেকটা পুরোনো স্মার্টফোন এর কথাই বলছি, যদি আপনি ইতিমধ্যে নতুন মডেলে আপগ্রেড করে থাকেন, তাহলে সমস্যার কোনো কারণ নেই।

তবে অনেকেই এখনো অনেক পুরাতন ফোন ব্যবহার করে থাকেন। তালিকায় যদি আপনার ব্যবহারের ডিভাইসটি থাকে তবে ৩১ ডিসেম্বর থেকে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। নিচে সে সকল ডিভাইসের তালিকা দেওয়া হলো যেগুলোতে হোয়াটসঅ্যাপ সাপোর্ট খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে। এখানে মোট ৪৯টি গ্যাজেট রয়েছে, নামের ক্রমানুসারে ডিভাইসের তালিকা সাজানো হয়েছে 

যেসব ফোনে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবেনা সেসব ফোনের তালিকা

WhatsApp will no longer run on these phones

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

  • আইফোন ৫
  • আইফোন ৫সি
  • Archos ৫৩ প্লাটিনাম
  • গ্র‍্যান্ড এস ফ্লেক্স ZTE
  • গ্র‍্যান্ড এক্স কোয়াড ভি৯৮৭ ZTE
  • এইচটিসি ডিজায়ার ৫০০
  • হুয়াওয়ে এসেন্ড ডি
  • হুয়াওয়ে এসেন্ড ডি২
  • হুয়াওয়ে এসেন্ড ডি৭৪০
  • হুয়াওয়ে এসেন্ড মেইট
  • হুয়াওয়ে এসেন্ড পি১
  • কোয়াড এক্সএল
  • লেনোভো এ৮২০
  • এলজি এনঅ্যাক্ট
  • এলজি লুসিড ২
  • এলজি অপটিমাস ৪এক্স এইচডি
  • এলজি অপটিমাস এফ৩
  • এলজি অপটিমাস এফ৩কিউ
  • এলজি অপটিমাস এফ৫
  • এলজি অপটিমাস এফ৬
  • এলজি অপটিমাস এফ৭
  • এলজি অপটিমাস এল২ II

👉 হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে যেসব আইফোনে

  • এলজি অপটিমাস এল৩ II
  • এলজি অপটিমাস এল৩ II ডুয়াল
  • এলজি অপটিমাস এল৪ II
  • এলজি অপটিমাস এল৪  II ডুয়াল
  • এলজি অপটিমাস এল৫
  • এলজি অপটিমাস এল৫ ডুয়াল
  • এলজি অপটিমাস এল৫ II
  • এলজি অপটিমাস এল৭
  • এলজি অপটিমাস এল৭ II
  • এলজি অপটিমাস এল৮ II ডুয়াল
  • এলজি অপটিমাস নাইট্রো এইচডি
  • মেমো ZTE ভি৯৫৬
  • স্যামসাং গ্যালাক্সি এইস২
  • স্যামসাং গ্যালাক্সি কোর
  • স্যামসাং গ্যালাক্সি এস২
  • স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি
  • স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ড II
  • স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ড লাইট
  • স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ২
  • সনি এক্সপেরিয়া আর্ক এস
  • সনি এক্সপেরিয়া মিরো
  • সনি এক্সপেরিয়া নিও এল
  • উইকো চিংক ফাইভ
  • উইকো ডার্কনাইট জিটি

উল্লেখিত ফোনগুলোতে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবেনা। আপনি যদি এই ফোনগুলোত ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে শীঘ্রই ফোন আপগ্রেড করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *