ফেসবুক একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল নাম্বার যুক্ত করা গুরুত্বপূর্ণ। এই পোস্টে ফেসবুকে মোবাইল নাম্বার এড করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবেন।
ফেসবুকে মোবাইল নাম্বার অ্যাড করার সুবিধা
একাধিক কারণে ফেসবুক একাউন্টে মোবাইল নাম্বার এড করা উচিত। আপনার নিজের ফোন নাম্বার পরিবর্তন করলে সেক্ষেত্রে নতুন ফোন নাম্বার এড করার প্রয়োজন হতে পারে। আবার ইতিমধ্যে ফোন নাম্বার এড থাকার পরও বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক ফোন নাম্বার এড করতে পারেন। আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে তা রিসেট করতে ফোন নাম্বার কাজে আসে।
নতুন ফোন নাম্বার ব্যবহার করলে সেক্ষেত্রে ফেসবুকে আগে থেকে যুক্ত থাকা মোবাইল নাম্বার পরিবর্তন করা অত্যাবশ্যক একটি বিষয়। তবে প্রয়োজন যা ই হোক না কেনো, খুব সহজে ফেসবুক মোবাইল নাম্বার যোগ করা যাবে।
ফেসবুক একাউন্টে মোবাইল নাম্বার যুক্ত করার নিয়ম
মোবাইল থেকে ফেসবুক অ্যাপ ব্যবহার করে ফেসবুকে মোবাইল নাম্বার এড করা যাবে। এছাড়া কম্পিউটার থেকে ব্রাউজার ব্যবহার করেও ফেসবুকে মোবাইল নাম্বার যুক্ত করা যাবে৷ চলুন জেনে নেওয়া যাক কিভাবে ফেসবুকে মোবাইল নাম্বার যুক্ত করতে হয়।
স্মার্টফোন থেকে
ফেসবুক অ্যাপ থেকে মোবাইল নাম্বার এড করতেঃ
- আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করুন
- হ্যামবার্গার মেন্যুতে ট্যাপ করুন (সমান্তরাল তিনটি রেখা)
- এরপর নিচের দিকে স্ক্রল করুন, Settings & privacy সিলেক্ট করুন
- এরপর Settings সিলেক্ট করুন
- Personal and account information সিলেক্ট করুন
- এরপর Contact Info তে ট্যাপ করুন
- Add phone number অপশনে ট্যাপ করুন
- এরপর আপনার ফোনে আসা ভেরিফিকেশন কোড প্রদান করে নতুন ফোন নাম্বার এড করার প্রক্রিয়া সম্পন্ন করুন
এছাড়া Add email address অপশন সিলেক্ট করে একই নিয়মে ইমেইল এড্রেস এড করা যাবে ফেসবুক একাউন্টে। এছাড়া আগে এড করা ফোন নাম্বার বা ইমেইল সিলেক্ট করে একাউন্ট থেকে রিমুভ করা যাবে।
🔥 👉 বিকাশে গেম খেলে ২০০০ টাকা পর্যন্ত পুরস্কার জিতুন
👉 ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে এই কাজগুলো করুন
কম্পিউটার থেকে
একইভাবে ব্রাউজার ব্যবহার করে কম্পিউটার থেকে ফেসবুকে ফোন নাম্বার এড করা যাবে। কম্পিউটার থেকে ফেসবুক ফোন নাম্বার যুক্ত করতেঃ
- ব্রাউজার থেকে Facebook.com ভিজিট করুন
- এরপর স্ক্রিনের উপরের দিকে ডানদিকের কর্নারে থাকা ড্রপডাউন ত্রিভুজ আইকনে ক্লিক করুন
- প্রথমে Settings & Privacy ও এরপর Settings সিলেক্ট করুন
- Account Settings এ ক্লিক করুন
- Add another email or mobile number অপশনে ক্লিক করুন
- প্রদর্শিত বক্সে নতুন ফোন নাম্বার প্রদান করুন
- এরপর প্রদত্ত ফোন নাম্বারে আসা ভেরিফিকেশন কোড প্রদান করে ফোন নাম্বার যুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করুন
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

মোবাইল নাম্বার ও প্রাইভেসি ইস্যু
ফেসবুকে মোবাইল নাম্বার এড করলে বহুবিধ সুবিধা পাওয়া যায়, এ সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি। এখন সমস্যা হলো ফেসবুকে মোবাইল নাম্বার যুক্ত থাকলে তার প্রাইভেসি সেটিংস এর উপর নির্ভর করে আপনার ফোন নাম্বারের গোপনীয়তা। যেকেউ যাতে আপনার ফেসবুক মোবাইল নাম্বার দেখতে না পারে, সে লক্ষ্যে আপনার ফেসবুক মোবাইল নাম্বার হাইড করে রাখতে পারেন।
👉 ফেসবুকে মোবাইল নম্বর লুকিয়ে রাখার নিয়ম
এছাড়া ফোন নাম্বার দ্বারা সার্চ করলে আপনার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাবে কিনা, সে সেটিংস ও আপনি নিজ থেকে ঠিক করতে পারবেন। যেখান থেকে ফোন নম্বর যুক্ত করছেন সেখানেই ফোন নম্বর হাইড করার বা লুকিয়ে রাখার অপশন পাবেন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
Yes
Thanks!