ডিভাইসের দুইটি তালিকা প্রকাশ করেছে শাওমি, যাতে উল্লেখিত ফোন ও অন্যান্য ডিভাইসগুলো শাওমির পক্ষ থেকে আর সাপোর্ট পাবে না। চলুন জেনে নেওয়া যাক শাওমি’র এই আনসাপোর্টেড ডিভাইস সম্পর্কে বিস্তারিত।
ডিভাইসের দুইটি তালিকার মধ্যে একটি তালিকায় যেসব শাওমি ডিভাইস রয়েছে সেগুলো আর কোনো ধরনের সফটওয়্যার আপডেট পাবেনা। এসব ডিভাইস সিকিউরিটি আপডেট, মিইউআই (MIUI) এর নতুন আপডেট বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর কোনো ধরনের আপডেট পাবে না।
দ্বিতীয় তালিকায় রয়েছে সেসব ডিভাইস, যেগুলো অফিসিয়াল আফটার-সেলস সার্ভিস সাপোর্ট পাবেনা। অর্থাৎ এসব ডিভাইস মেরামত বা কোনো ধরনের কম্পোনেন্ট পরিবর্তন করবেনা শাওমি। কেননা এগুলো অনেকদিন আগে রিলিজ হওয়ায় এদের পার্টস এখন আর যোগান দেয়া সম্ভব হবেনা। আপনি যদি এসব ডিভাইসের মধ্যে কোনোটি অফিসিয়ালি কিনে থাকেন, তবে উক্ত ফোনের জন্য কোনো ধরনের মেরামত বা রিপেয়ার সুবিধা প্রদান করবেনা শাওমি।
অবশ্য এগুলোর জন্য টেস্টিং, ক্লিনিং ও ডিবাগিং সেবা পেতে পারেন। এছাড়া থার্ড পার্টি কোনো সার্ভিস প্রোভাইডার এর কাছ থেকে অবশ্যই সেবা নিতে পারবেন। এতে কোনো ধরনের বাধা নেই।
এসব তালিকায় নাম রয়েছে মি মিক্স, মি ৮ লাইট, মি এ২ লাইট, রেডমি নোট ৫, রেডমি এস২ এর মত জনপ্রিয় স্মার্টফোন। এছাড়া স্মার্টফোন এর পাশাপাশি শাওমির কিছু প্যাড এর অফিসিয়াল সাপোর্ট ও শেষ হতে যাচ্ছে।
যেসব শাওমি ডিভাইস আর শাওমি সফটওয়্যার আপডেট পাবেনা
শাওমি এর মি (Mi) ব্র্যান্ডের যেসব ডিভাইস আপডেট পাবেনা, সেগুলোর তালিকা নিচে দেওয়া হলোঃ
- মি ১
- মি ২
- মি ২এ
- মি ৩
- মি ৪
- মি ৪এস
- মি ৪সি
- মি ৫
- মি ৫এস
- মি ৫এস প্লাস
- মি ৫সি
- মি ৫এক্স
- মি ৬
- মি ৬এক্স
- মি ৮ এসই
- মি নোট
- মি নোট ২
- মি নোট ৩
- মি নোট প্রো
- রেডমি গো
- রেডমি নোট ৭
- মিক্স
- মি মিক্স ২
- মি ম্যাক্স
- মি ম্যাক্স ২
- মি এ১
- মি এ২
- মি এ২ লাইট
- মি প্যাড
- মি প্যাড ২
- মি প্যাড ৩
- মি প্যাড ৪
- মি প্যাড ৪ প্লাস
- মি ম্যাক্স ৩
- মি ৮ লাইট
- মি মিক্স ২এস
- মি ৮ এক্সপ্লোরার এডিশন
- মি মিক্স ৩
- মিক্স ৩
- রেডমি নোট ৭ প্রো
- মি ইউডি
- মি ৯এসই
যেসব শাওমি রেডমি ফোন আর অফিসিয়াল আফটার সেল সাপোর্ট পাবেনা
যেসব রেডমি (Redmi) ব্র্যান্ডের ফোন অফিসিয়াল আফটার সেল সাপোর্ট পাবেনা, সেগুলো হলোঃ
- রেডমি এস১
- রেডমি ২
- রেডমি ২এ
- রেডমি ৩
- রেডমি ৩এস
- রেডমি ৩এক্স
- রেডমি ৪
- রেডমি ৪এক্স
- রেডমি ৪এ
- রেডমি ৫
- রেডমি নোট ৫
- রেডমি ৫ প্লাস
- রেডমি ৫এ
- রেডমি নোট ১
- রেডমি নোট ১এস
- রেডমি নোট ২
- রেডমি নোট ২ প্রো
- রেডমি নোট ৩
- রেডমি নোট ৪
- রেডমি নোট ৪এক্স
- রেডমি নোট ৫এ
- রেডমি প্রো
- রেডমি ৬
- রেডমি ৬ প্রো
- রেডমি ৬এ
- রেডমি এস২
- রেডমি ওয়াই২
- রেডমি নোট ৬ প্রো
অর্থাৎ মি ও রেডমি ব্যান্ডের অনেক ফোনের জন্য আর সাপোর্ট প্রদান করবেনা শাওমি। উপরের উভয় তালিকার ফোনেই আর সফটওয়্যার আপডেট পাওয়ার আশা ত্যাগ করতে হবে ব্যবহারকারীদের। তবে মারাত্নক কোনো নিরাপত্তা ত্রুটি দেখা দিলে শাওমি নিরাপত্তা আপডেট দিতেও পারে। অফিসিয়াল তালিকা চাইলে এখানে দেখতে পারেন। তালিকাটি নিয়মিত আপডেট করে শাওমি।
প্রতিবছর অনেকগুলো নতুন ডিভাইস বাজারে নিয়ে আসার কারণে শাওমির পক্ষে সকল ডিভাইসের সফটওয়্যার ও হার্ডওয়্যার আফটার-সেলস সার্ভিস প্রদান করা কঠিন হতে পারে। বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে ৩য়/২য় অবস্থানে থাকে শাওমি। আর অ্যাপল ও স্যামসাং এর মত ব্র্যান্ডকে ঠেলে সামনে উঠে আসতে হলে এই ধরনের পদক্ষেপ অনেকটা আবশ্যক।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
আপনি কি উপরোক্ত ডিভাইসগুলোর মধ্য থেকে কোনো ডিভাইস ব্যবহার করেন? তাহলে আপনি হয়ত এখন নতুন একটি ফোন কিনতে নিতে আগ্রহী হবে। আপনার মতামত কমেন্টে জানান!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
whay
Iam redmi note 9 user my perpomess is good thank you redmi company
Redmi 7 er ke hobay vai
আশা করি আপডেট পাবে। ধন্যবাদ।
Redmi note 6pro ki hobe akon