বিকাশে এলো ঈদ সালামি দেয়ার বিশেষ সুবিধা

বন্ধু বা পরিবারের কাউকে সালামি দিতে বা কারও কাছ থেকে ঈদ সালামি নিতে চান? কিন্তু দূরত্বের কারণে সালামি নেওয়া বা দেওয়া হয়ে উঠছে না? চিন্তার কোনো কারণ নেই। বিকাশ ব্যবহার করে বেশ সহজে ঈদ সালামি দেওয়া এবং নেওয়া যাবে। ঈদে সালামি প্রদান করা বেশ আমেজপূর্ণ একটি প্রথা। বিকাশ একাউন্টে টাকা আনার বিভিন্ন পদ্ধতি রয়েছে। সেন্ড মানির মাধ্যমে ঈদ সালামি নেওয়াও তার মধ্যে একটি।

এই পোস্টে বিকাশের মাধ্যমে ঈদ সালামি দেওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানবেন। যেকোনো বিকাশ ব্যবহারকারী তার ব্যক্তিগত বিকাশ একাউন্টের মাধ্যমে ঈদ সালামি গ্রহণ করতে পারবেন।

বিকাশের মাধ্যমে ঈদ সালামি পাঠানোর উপায়

বিকাশ অ্যাপের সেন্ড মানি ফিচারের মধ্যে ‘ঈদ সালামি’ নামের নতুন একটি অপশন ব্যবহার করে খুব সহজে যেকোনো বিকাশ নাম্বারে ঈদ সালামি দেওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে ঈদ সালামি দিবেন। আর আপনি যদি কারও কাছ থেকে ঈদ সালামি নিতে চান, তাহলে তার এই পোস্টটি শেয়ার করে জানিয়ে দিন তিনি কত সহজে আপনাকে ঈদ সালামি পাঠাতে পারেন! চলুন শুরু করি!

  • প্রথমে বিকাশ পিন প্রদান করে বিকাশ অ্যাপে প্রবেশ করতে হবে
  • এরপর মেন্যু হতে “সেন্ড মানি / Send Money” অপশনে ট্যাপ করতে হবে
বিকাশের মাধ্যমে ঈদ সালামি দেওয়ার উপায়
  • যে নাম্বারে ঈদ সালামি পাঠাতে চান, উক্ত নাম্বার টাইপ বা সিলেক্ট করতে হবে
  • এরপর Select your purpose অপশনের নিচে থাকা “Eid Salami” অপশন সিলেক্ট করে এগিয়ে যেতে হবে
বিকাশের মাধ্যমে ঈদ সালামি দেওয়ার উপায়
  • “Update your card message” অপশনে ট্যাপ করে ঈদ সালামির মেসেজ কাস্টমাইজ করা যাবে
বিকাশের মাধ্যমে ঈদ সালামি দেওয়ার উপায়
  • এরপর প্রথমে বক্সে সালামির মেসেজ ও দ্বিতীয় বক্সে সিগনেচার হিসেবে নাম লিখা যাবে
বিকাশের মাধ্যমে ঈদ সালামি দেওয়ার উপায়

এরপর বিকাশ পিন প্রদান করে লেনদেনটি নিশ্চিত করে সালামি পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। টাকা অপর প্রান্তের প্রাপকের বিকাশ একাউন্টে পৌঁছে যাবে।

এভাবে খুব সহজে ঈদে বিকাশ অ্যাপ ব্যবহার করে প্রিয়জনকে ঈদ সালামি পাঠানো যাবে। এছাড়া আপনি চাইলেই যেকোনো সময় বিকাশ সেন্ড মানি ফিচারের মাধ্যমে কাউকে টাকা পাঠাতে তো পারবেনই! বিকাশ সেন্ড মানি করার নিয়ম খুব সহজ। উপরের স্ক্রিনশটগুলো খেয়াল করলেই সেন্ড মানি অপশন পেয়ে যাবেন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

বিকাশে ঈদ সালামি দেওয়ার বিশেষ সুবিধা এলো

👉 বিকাশ ক্যাশ আউট ও সেন্ড মানি খরচ কত?

আপনি কি বিকাশে ঈদ সালামি দিয়েছেন বা পেয়েছেন? কমেন্টে জানান!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *