ব্যাংক থেকে নগদে টাকা আনার নিয়ম

নগদ এ চালু হলো ব্যাংক থেকে টাকা আনার সুবিধা। এর ফলে গ্রাহকগণ নিজেদের ব্যাংক একাউন্ট থেকেই নগদে টাকা আনতে পারবেন। অর্থাৎ নগদে ক্যাশ ইন করতে এজেন্টের কাছে যেতে হবেনা। সরাসরি নিজের ব্যাংক একাউন্ট ব্যবহার করেই নগদ ব্যবহারকারীগণ নগদে টাকা আনতে পারবেন।

নগদ এর এই “ব্যাংক-টু-নগদ” অ্যাড সার্ভিস এর ফলে দেশ বিদেশের যেকোনো প্রান্ত হতেই ব্যাংক একাউন্ট ব্যবহার করে রিচার্জ করা যাবে নগদ ব্যালেন্স।

ব্যাংক থেকে যেকোনো নগদ একাউন্টে দৈনিক ৫ বার ও সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত অ্যাড মানি করা যাবে। প্রতি মাসে ২৫ বার সর্বমোট ২০০,০০০ টাকা পর্যন্ত অ্যাড মানি করা যাবে।

যেসব ব্যাংক থেকে নগদে টাকা আনা যাবে

অনেকগুলো ব্যাংক থেকেই বর্তমানে নগদে টাকা আনা যায় সরাসরি। অ্যাপ, ওয়েব মাধ্যমে বেনিফিশিয়ারি হিসেবে নগদ নম্বর অ্যাড করে এসব টাকা আনা যায়। নগদ থেকে অ্যাড মানি অপশনে ট্যাপ করলে কোন ব্যাংক সিলেক্ট করলে নগদ সরাসরি আপনাকে সেই ব্যাংকের অ্যাপ কিংবা ওয়েবসাইটে নিয়ে যাবে। নিচে ব্যাংকের তালিকাসহ যে মাধ্যমে নগদে অ্যাড মানি করা যায় সেটির লিঙ্ক দেয়া হলঃ

  • এবি ব্যাংক লিমিটেড (ওয়েব এর মাধ্যমে)
  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (ওয়েব এর মাধ্যমে)
  • সোস্যাল ইসলামী ব্যাংক (অ্যাপ ও ওয়েব এর মাধ্যমে)
  • সীমান্ত ব্যাংক লিমিটেড (অ্যাপ এর মাধ্যমে)
  • দ্য সিটি ব্যাংক লিমিটেড (ওয়েবঅ্যাপ এর মাধ্যমে)
  • মেঘনা ব্যাংক লিমিটেড (অ্যাপ এর মাধ্যমে)
  • প্রাইম ব্যাংক লিমিটেড (ওয়েব এর মাধ্যমে)
  • পদ্মা ব্যাংক লিমিটেড (ওয়েব এর মাধ্যমে)
  • ইউনিয়ন ব্যাংক লিমিটেড (অ্যাপ ও ওয়েব এর মাধ্যমে)
  • ন্যাশনাল ব্যাংক লিমিটেড (ওয়েব এর মাধ্যমে)
  • বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ওয়েব এর মাধ্যমে)
  • পূবালী ব্যাংক লিমিটেড (অ্যাপ এর মাধ্যমে)
  • সাউথইস্ট ব্যাংক লিমিটেড (ওয়েব এর মাধ্যমে)
  • মারকেন্টাইল ব্যাংক লিমিটেড (অ্যাপ এর মাধ্যমে)
  • স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড (অ্যাপ এর মাধ্যমে)
  • ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (অ্যাপ এর মাধ্যমে)
  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (ওয়েব এর মাধ্যমে)
  • শাহ্‌জালাল ইসলামী ব্যাংক (অ্যাপ এর মাধ্যমে)
  • কমিউনিটি ব্যাংক (অ্যাপ এর মাধ্যমে)
  • এনআরবিসি ব্যাংক (অ্যাপ এর মাধ্যমে)
  • ব্যাংক এশিয়া লিমিটেড (অ্যাপ এর মাধ্যমে)
  • মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (ওয়েব এর মাধ্যমে)
  • এক্সিম ব্যাংক (ওয়েব এর মাধ্যমে)
  • ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড (অ্যাপ এর মাধ্যমে)
  • মিডল্যান্ড ব্যাংক (অ্যাপ এর মাধ্যমে)
  • অগ্রণী ব্যাংক লিমিটেড (অ্যাপ এর মাধ্যমে)
  • সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (অ্যাপ এর মাধ্যমে)
  • ট্রাস্ট ব্যাংক লিমিটেড (অ্যাপ এর মাধ্যমে)
  • ঢাকা ব্যাংক লিমিটেড (ওয়েব এর মাধ্যমে)
  • বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (অ্যাপ এর মাধ্যমে)
  • এনআরবি ব্যাংক (অ্যাপ এর মাধ্যমে)
  • আইএফআইসি ব্যাংক (ফান্ড ট্রান্সফার পোর্টাল এর মাধ্যমে)
  • ব্যাসিক ব্যাংক লিমিটেড (অ্যাপ এর মাধ্যমে)
  • যমুনা ব্যাংক লিমিটেড (অ্যাপ এর মাধ্যমে)
  • দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড (অ্যাপ ও ওয়েব এর মাধ্যমে)
  • সিটিজেন্স ব্যাংক পিএলসি (ওয়েব এর মাধ্যমে)

বোনাসঃ নগদ একাউন্ট খোলার সহজ উপায় 

ব্যাংক থেকে নগদে টাকা আনার নিয়ম

ব্যাংক থেকে নগদে টাকা আনার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ব্যাংকের অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং পোর্টালে বেনিফিশিয়ারি অ্যাড করা। নগদে অ্যাড মানি সাপোর্ট করে এমন সকল ব্যাংকের অ্যাপ বা পোর্টাল লিঙ্ক দেয়া রয়েছে উপরের অংশে। তবে এই অ্যাপ বা পোর্টাল লিঙ্কে নগদ থেকেও সরাসরি প্রবেশ করা যায়। নগদ থেকে নির্দিষ্ট ব্যাংকে বেনিফিশিয়ারি অ্যাড করবার জন্য নিচের নির্দেশনা অনুসরণ করুনঃ 

  • প্রথমেই আপনার স্মার্টফোনে নগদ অ্যাপে প্রবেশ করে পিন দিয়ে লগ ইন করে নিন।
  • এবার নগদের হোম পেজ থেকে ‘Add Money’ নামক অপশনে ট্যাপ করুন।
Add Money
  • নতুন পেজে দুটি অপশন দেখতে পাবেন। এখান থেকে ‘Bank to Nagad’ অপশনটি সিলেক্ট করে দিন।
Bank to Nagad
  • এবার যেসব ব্যাংক থেকে নগদে টাকা যুক্ত করা যায় সেটির একটি তালিকা চলে আসবে। উপরের সার্চ বক্স ব্যবহার করে দেখে নিতে পারেন আপনার ব্যাংক সাপোর্ট করে কিনা। নিজের ব্যাংকটি খুঁজে পেলে সেটির উপর ট্যাপ করুন। তাহলে সরাসরি আপনার ব্যাংকের ওয়েব বা অ্যাপে নিয়ে যাবে আপনাকে নগদ।
Bank List
  • এবার আপনার ব্যাংকের অ্যাপ বা ওয়েবে লগইন করে সেখান থেকে ‘Add Beneficiary’ নামক অপশনটি খুঁজে বের করুন। এটি বিভিন্ন ব্যাংকে বিভিন্ন জায়গায় থাকতে পারে। এই অপশনটি খুঁজে না পেলে ব্যাংকের সাপোর্টে যোগাযোগ করে সাহায্য নিতে পারেন। এই অপশনে নগদ নম্বর দিয়ে বেনিফিশিয়ারি অ্যাড করে নিন।

বেনিফিশারি অ্যাড করার পর ব্যাংক থেকে ‘নগদ’ অ্যাকাউন্টে সরাসরি ব্যাংকের অ্যাপ বা ওয়েব থেকেই ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ফান্ড ট্রান্সফার করার জন্য নিচের নির্দেশনা অনুসরণ করুনঃ

  • প্রথমে আপনার ব্যাংকের ওয়েব বা অ্যাপে লগইন করে নিন।
  • এবার সেখান থেকে ফান্ড ট্রান্সফার অপশনটি খুঁজে বের করুন এবং সেখানে প্রবেশ করুন।
  • ফান্ড ট্রান্সফারের জন্য টাকার পরিমাণ ও অন্যান্য যাবতীয় তথ্য পূরণ করে ফেলুন।
  • এবার বেনিফিশিয়ারি লিস্ট থেকে নগদ অ্যাকাউন্ট নম্বর টাকা পাঠানোর জন্য সিলেক্ট করে দিন।
  • আপনার ব্যাংক এবার আপনার মোবাইলে বা ইমেইলে ওটিপি পাঠাবে এই ট্রান্সফার নিশ্চিত করবার জন্য। সঠিক ওটিপি প্রদান করলে সঙ্গে সঙ্গেই টাকা নগদ অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে।
  • নগদ অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে গেলে সাথে সাথেই মোবাইলে মেসেজের মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে।

এভাবে সহজেই ব্যাংক থেকে সহজে নগদ অ্যাকাউন্টে টাকা আনা যাবে কোনরকম ঝামেলা ছাড়াই।

👉 নগদ একাউন্টের ৯টি সুবিধা যা আপনার জানা দরকার

👉 বিকাশ, নগদ, রকেট সহ সব MFS ও ব্যাংকে পারস্পরিক লেনদেন সংক্রান্ত

ব্যাংক থেকে নগদে টাকা আনার ফি

ব্যাংক থেকে নগদে টাকা আনতে কোনো ফি প্রযোজ্য নত। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে ব্যাংক থেকে নগদে টাকা আনা যাবে।  এছাড়াও উল্লেখিত ব্যাংকগুলোর ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে দেশের বাইরে থেকেও ‘নগদ’ একাউন্টে অ্যাড মানি করতে পারবেন নগদ ব্যবহারকারীগণ। তবে ‘নগদ’ অ্যাপটি  শুধু বাংলাদেশে ব্যবহার করা যাবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

4 comments

    • বাংলাটেক টিম Post authorReply

      How can we help you?

  1. নাইমুল ইসলাম Reply

    ভাই বাংলা কন্টেন্টে এডসেন্স ভালো নাকি এজুইক?

    • আরাফাত বিন সুলতান Reply

      এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। তবে বর্তমানে এডসেন্স বেটার মনে হচ্ছে। আরো কিছু তথ্য জানতে পারেন এখানেঃ https://techfring.com/adsense-vs-ezoic/

      ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *