আইওএস ৬.১.৪ আপডেট রিলিজ করেছে অ্যাপল

টেক জায়ান্ট অ্যাপল তাদের মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস এর নতুন একটি আপডেট রিলিজ করেছে। এতে ফিচারের দিক থেকে উল্লেখযোগ্য মাত্র একটি পরিবর্তন আনা হয়েছে বলেই উল্লেখ আছে এবং আপডেটটি কেবল আইফোন ৫ এর জন্যই প্রযোজ্য হবে। আইওএস ৬.১.৪ এ স্পিকারফোনের জন্য আপডেটেড অডিও প্রোফাইল দেয়া হয়েছে।

সুতরাং অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সর্বশেষ এই আপডেট আপনাকে ডিভাইস “আপডেটেড” বলে মানসিক প্রশান্তি দেবে ঠিকই- কিন্তু এ থেকে বড় ধরণের কোন চমক আশা করা উচিত হবে না।

অবশ্য নিরাপত্তাজনিত কিছু উন্নয়ন থাকলেও থাকতে পারে।

যাইহোক, এই ছোট্ট খবরটি নিয়ে আপনার খুব বেশি সময় ব্যয় করব না। আপনি চাইলে এই লিংক থেকে আপডেট ফাইলটি (৯৮৯ মেগাবাইট মাত্র!) সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। অথবা আপনার আইফোন ৫ এর সেটিংস > জেনারেল > সফটওয়্যার আপডেট সেকশনে গিয়েও আপডেটটি ইনস্টল করতে পারেন।

নিশ্চয়ই মনে আছে এর আগে মার্চ মাসে আইওএস ৬.১.৩ এর আরেকটি আপডেট ইস্যু করেছিল অ্যাপল, যা ওএসটি চালিত ডিভাইসের লকস্ক্রিন বাগ এবং জেইলব্রেক প্রতিরোধ করার জন্য নির্মিত।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *