সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ফেসবুকে একের পর এক আপডেট আসছে। ওয়েবসাইট ইন্টারফেস, বিজ্ঞাপন নীতি, কমিউনিটি ফিচার এবং অন্যান্য বিষয়বস্তু সহ নিরাপত্তার ব্যাপারেও প্রতিনিয়তই ব্যবস্থা গ্রহণ করছে ফেসবুক টিম।
এরই হাত ধরে প্রায় ২ বছর পূর্বে সাইটটিতে চালু হয়েছিল টু-ফ্যাক্টর অথেনটিকেশন যা নতুন কোন ব্রাউজার বা ডিভাইসে ফেসবুক ব্যবহার করতে গেলে শুধুমাত্র ইউজারনেম-পাসওয়ার্ড ইনপুট করলেই লগইন এক্সেস অনুমোদন করেনা, বরং বাড়তি সিক্যুরিটি হিসেবে একটি পিন কোডও চায়।
এই কোডটি মোবাইল ফোন এপ কিংবা এসএমএসের মাধ্যমে পাওয়া যেতে পারে। এতে করে নিঃসন্দেহে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে। আর অতি সম্প্রতি ফেসবুকে “ট্রাস্টেড কন্টাক্টস” নামের নতুন ফিচার চালু হয়েছে যা একাউন্ট হ্যাক হয়ে যাওয়া থেকে আরও একটি বিকল্প উপায়ে রক্ষা করবে।
২০১১’তে সীমিতভাবে পরীক্ষামূলক পর্যায়ে চালু হয়েছিল ট্রাস্টেড কন্টাক্টস ফিচার। আর গতকাল এটি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। এর মাধ্যমে আপনি আপনার ফেসবুক একাউন্টের এক্সেস হারালেও বিশ্বস্ত বন্ধুদের সাহায্যে তা উদ্ধার করতে পারবেন। এক্ষেত্রে ফেসবুক সিক্যুরিটি অপশনে গিয়ে আপনার তিন থেকে পাঁচজন কাছের বন্ধুকে ট্রাস্টেড লিস্টে যোগ করতে পারেন।
এরপর ভবিষ্যতে যদি কখনো আপনার পাসওয়ার্ড ভুলে যান বা লগইন ক্রেডিনশিয়াল বেহাত হয়ে যায় তখন সেসব বন্ধুদের সহায়তা নিয়ে একাউন্ট রিকভার করতে পারবেন। সেক্ষেত্রে হ্যাকার যদি আপনার একাউন্টের ইমেইল এড্রেস এবং এমনকি ফোন নম্বরও পরিবর্তন করে ফেলে তাহলে ফেসবুক লগইন পেজে রিকভারি অপশনে ইমেইল ও ফোন নম্বরের জন্য “নো লংগার এক্সেস টু দেস” ক্লিক করুন। এরপর নির্দেশনা অনুযায়ী নতুন কনটাক্ট ইমেইল এড্রেস এন্টার করুন এবং আপনার ট্রাস্ট লিস্টেড বন্ধুদের নিকট কোড সেন্ড করুন। সবশেষে উক্ত কোডসমূহ সংগ্রহ করে পুনরায় একাউন্ট এক্সেস ফিরিয়ে আনুন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।