আপনার পুরাতন ডেস্কটপ কিংবা ল্যাপটপে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ৭, এমনকি উইন্ডোজ ৮ থেকে উইন্ডোজ ১০ সহ মাইক্রোসফটের এ এযাবতকালের মোটামুটি সব অপারেটিং সিস্টেমই হয়ত ভালোভাবে চলেছে।
উইন্ডোজ সেভেনের চমতকার পারফরমেন্স থেকে শুরু করে উইন্ডোজ ১০ এর বর্তমান ভার্সন পর্যন্ত সবই চলেছে আপনার প্রিয় পুরনো পিসিতে। কিন্তু সেই দিন বোধহয় ফুরিয়ে আসছে।
কেননা, উইন্ডোজ ১০ এর সিস্টেম রিকোয়্যারমেন্ট বাড়াচ্ছে মাইক্রোসফট। ওএসটি চালাতে শীঘ্রই আরেকটু বেশি র্যাম দরকার হবে।
মাইক্রোসফট জুলাইয়ের শেষদিকে উইন্ডোজ ১০ এর বড় ধরণের আপডেট রিলিজ করবে (অ্যানিভার্সারি আপডেট), যা চালানোর জন্য কম্পিউটারে কমপক্ষে ২জিবি র্যাম ইনস্টল করা থাকতে হবে।
এর আগে উইন্ডোজ ১০ চালাতে ৩২ বিট সিস্টেমে কমপক্ষে ১জিবি ও ৬৪ বিটে অন্তত ২জিবি র্যাম থাকতে হত।
কিন্তু এরপর ৩২ বিট ও ৬৪ বিট উভয় সিস্টেমেই কমপক্ষে ২জিবি র্যাম দরকার হবে। এমনটিই বলছে মাইক্রোসফট ডেভেলপার পেইজ।
আর স্টোরেজ ক্যাপাসিটি ৩২ বিটের জন্য কমপক্ষে ১৬ জিবি ও ৬৪ বিটের জন্য ২০ জিবি।
আপনার পিসিতে কমপক্ষে ২জিবি র্যাম আছে তো?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।