গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে আপনি যদি কখনো কোন ফরম পূরণ করেন, তখন যদি ভুলবশত ব্যাকস্পেস বাটনে চাপ লাগে তবে কী হয় তা আপনার ভালোই জানা থাকার কথা।
কোনো ফিল্ডের মধ্যে ক্লিক না করা অবস্থায় শুধুমাত্র পেইজে ভিজিটরত থাকলে ব্যাকস্পেস কি’তে একবার চাপ দিলেই তা আপনাকে আবার পূর্বের পেজে নিয়ে যাবে। এটা খুবই বিরক্তিকর। আর এজন্যই গুগল এমন একটি ক্রোম ভার্সন পরীক্ষা করছে যেখানে এই ব্যাকস্পেস কি দিয়ে ব্যকে চলে যাওয়ার আর অপশন থাকবেনা।
এক সমীক্ষায় দেখা গেছে, শতকরা মাত্র ০.০৪ ভাগ ব্যবহারকারী ব্যাকস্পেস ন্যাভিগেশন ব্যবহার করে থাকেন।
হতে পারে যে Command+left key অথবা Alt+left key দিয়ে ব্যাক পেজে যাওয়া যেতে পারে তবে সেক্ষেত্রে দু হাতের ব্যবহার করতে হবে। ফলে এটা অনিচ্ছাকৃতভাবে ঘটার সম্ভাবনা খুবই কম।
আবার অনেক ব্যবহারকারী আগের মত ব্যাকস্পেস ন্যাভিগেশন কি’র পক্ষে, তবে তারা ব্যাকস্পেসে চাপ দিয়ে পূর্ববর্তী পেজে নিয়ে যাওয়ার আগে ব্রাউজারে একটি সতর্কতামূলক পপ আপ উইন্ডো দেখানোর কথা প্রস্তাব করেছেন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।